First Class EMU coaches: এবার লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরায় দুরন্ত আরামের নবাবি-সফর। শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) একটি লোকাল ট্রেন (Local Train) রুটে চালু হয়েছে এই বিশেষ পরিষেবা। রবিবারই উদ্বোধন হয়েছে দুরন্ত এই রেল-যাত্রার। লোকাল ট্রেনে এমন স্বস্তিদায়ক সফরে যারপরনাই খুশি যাত্রীরা। আগামী দিনে এই বিশেষ কোচে যাত্রীদের টিকিটের চাহিদা দেখে এমন ট্রেন অন্য রুটেও চালানোর ভাবনা রেল কর্তৃপক্ষের। কোন শাখার লোকাল ট্রেনে চালু হল ফার্স্ট ক্লাস কামরা (First Class EMU coaches)? ভাড়াই বা কেমন? বিশেষ এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত তথ্য।
গত ২৮ জানুয়ারি থেকে কলকাতা সাবার্বান লোকাল ট্রেনের রুটে চালু হয়েছে ফার্স্ট ক্লাস লোকাল ট্রেন। পূর্ব রেলের (Eastern Railway) শিয়ালদহ ডিভিশনের মেন লাইনে রানাঘাট থেকে শিয়ালদহের (Ranaghat-Sealdah) মধ্যে বিশেষ এই ট্রেনটি চলবে। রানাঘাট-শিয়ালদহ মাতৃভূমি লোকাল (Matribhumi Local) ট্রেনেই মিলছে নজরকাড়া পরিষেবা।
রেলের পদস্থ কর্তাদের সঙ্গে ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় সাংসদ জগন্নাথ সরকার।
প্রথম শ্রেণির এই লোকাল ট্রেনের বিশেষত্ব হল এই যে, এই ট্রেনের প্রথম ও শেষ লেডিস কোচ থাকছে প্রথম শ্রেণির। এছাড়াও প্রথম শ্রেণির ওই কোচের ভিতরে অপরূপ সব শিল্পকর্ম নিপুণ দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে। এরই পাশাপাশি যাত্রীদের ভরপুর স্বস্তির জন্য আরামদায়ক গদি লাগানো সিট থাকছে এই ফার্স্ট ক্লাস কামরায়। এছাড়াও মোবাইল ফোনে চার্জ দেওয়ার জন্যও আলাদা করে পয়েন্ট রয়েছে কামরায়। সিসিটিভি-সহ একাধিক বন্দোবস্ত রয়েছে কামরায়।
সাধারণ লোকাল ট্রেনের (Local Train) লেডিস কোচের পরের কামরাটিই হয় ভেন্ডর। তবে বিশেষ এই ট্রেনটিতে লেডিস কোচের (Ladies Coach) পরের কামরাটি থাকছে দ্বিতীয় শ্রেণি বা সাধারণ একটি লেডিস কম্পার্টমেন্ট। বিশেষ এই ট্রেনটির ফার্স্ট ক্লাস কামরার ভাড়া স্বাভাবিকভাবেই একটু বেশি।
কামরার গায়ে অপরূপ এই শিল্পকলা নজর কাড়বে।
ফার্স্ট ক্লাস কামরায় ভাড়ার তালিকা…
রানাঘাট-শিয়ালদহ ফার্স্ট ক্লাস লোকাল ট্রেনে (First Class Local Train) শিয়ালদহ থেকে বিধাননগর, দমদম পর্যন্ত যাত্রী ভাড়া- ২৫ টাকা। শিয়ালদহ থেকে বেলঘরিয়া ভাড়া- ৩৫ টাকা। একইভাবে শিয়ালদহ থেকে সোদপুর, টিটাগড়, পলতা যাত্রী ভাড়া- ৫৫ টাকা। শিয়ালদহ থেকে ইছাপুর, জগদ্দল ভাড়া- ৮০ টাকা। শিয়ালদহ থেকে নৈহাটি, হালিশহর ভাড়া- ৮৫ টাকা। শিয়ালদহ থেকে কাঁচরাপাড়া, কল্যাণী ভাড়া- ৯০ টাকা। শিয়ালদহ থেকে চাকদহ- ৯৫ টাকা। শিয়ালদহ থেকে পায়রাডাঙা যাত্রী ভাড়া- ১০০ টাকা। শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত এই ফার্স্ট ক্লাস ট্রেনে যাত্রী ভাড়া পড়বে ১১০ টাকা।
আরও পড়ুন- Bharat Jodo Nyay Yatra: তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, তবুও বন্ধুত্বের হাত বাড়িয়ে কংগ্রেস
ট্রেনটি কখন ছাড়বে?
নিয়মিত পরিষেবায়, ডাউন ট্রেন (ট্রেন নং 31602 DN রানাঘাট-শিয়ালদহ) রানাঘাট (Ranaghat) থেকে সকাল ৭.৪৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ (Sealdah) স্টেশনে পৌঁছোবে সকাল ৯.২৮ মিনিটে। আপ ট্রেন শিয়ালদহ-রানাঘাট মাতৃভূমি স্পেশাল (Sealdah-Ranaghat Matribhumi Special) শিয়ালদহ থেকে বিকেল ৫.৫৪ মিনিটে ছেড়ে রানাঘাট স্টেশনে পৌঁছোবে সন্ধে ৭.৪০ মিনিটে।
জানা গিয়েছে, রবিবার এই ট্রেনটির পরিষেবা মিলবে না। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই ট্রেনটি চলবে। রেলের কাউন্টার ছাড়াও ইউটিএস অ্যাপ (UTS App) থেকেও ফার্স্ট ক্লাস লোকালে ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা (Passengers)।