বছরের প্রথম দিনই নিউটাউনে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। নিউটাউনের বোধিচারিয়া স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্র শাকিল আহমেদের বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে। ঘটনায় দোষীকে অবিলম্বে গ্রেফতার ও পথনিরাপত্তার দাবিতে রাস্তা অবরোধ করেন পড়ুয়ারা। অবরোধ চলে রাত পর্যন্ত।
ভূগোলের ওই পড়ুয়া দুর্ঘটনার পর প্রায় ১৫ মিনিট ধরে রাস্তাতেই পড়েছিলেন। পুলিশকে সময়মতো খবর দেওয়া হলেও আসেনি বলেই পড়ুয়াদের অভিযোগ। তাঁদের দাবি, পুলিশ সময়মতো এলে ওই পড়ুয়াকে হয়তো বা বাঁচানো যেত। সহপাঠীরা জানিয়েছেন, রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ শাকিল বিশ্ববিদ্যালয়ের কাছেই সার্ভিস রোড ধরে হেঁটে মেসে ফিরছিল।
তখনই কদম পুকুর মোড়ের দিক থেকে আসা একটি গাড়ি বেপরোয়াভাবে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। আহত শাকিলের মাথা ফেটে যায়। তিনি রাস্তার ধারে ছিটকে পড়েন। পরে পুলিশ শাকিলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে এরপর আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পথ আটকে বিক্ষোভ দেখানো শুরু করেন। টেকনো সিটি থানার পুলিশ গাড়িটির খোঁজ চালাচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে রাস্তায় লাগানো সিসিটিভির ফুটেজ। পালানোর সময় গাড়িটির ধাক্কায় পুলিশের ব্যারিকেড ভেঙে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
মৃত শাকিলের সহপাঠীদের অভিযোগ, ওই জায়গায় হামেশাই দুর্ঘটনা ঘটে। জায়গাটি বিশ্ববিদ্যালয়ের একদম কাছে। অথচ, সেখানে গাড়ির গতি কমানোর কোনও সাইনবোর্ড নেই। বোধিচারিয়া ক্রসিংয়ের ঠিক আগে সিগনালিং ব্যবস্থাও ঠিকঠাক কাজ করে না। আর, তার জন্যই এতবড় একটা দুর্ঘটনা ঘটে গেল।
আরও পড়ুন- বিধায়ক ‘অপদার্থ’, ব্লক সভাপতি ‘কামানেওয়ালা’, দলের প্রতিষ্ঠা দিবসে বিস্ফোরক বর্ধমানের তৃণমূলের নেতা
পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয় চত্বরের সামনে গাড়ি গতি কমানোর সাইনবোর্ড লাগাতে হবে। এলাকার সিগনালিং ব্যবস্থা ঠিকঠাক করতে হবে। পাশাপাশি, যে গাড়িটির ধাক্কায় ওই পড়ুয়ার প্রাণ গিয়েছে, সেই গাড়িটিকেও ধরতে হবে। পড়ুয়াদের বুঝিয়ে অবরোধ তোলার জন্য ঘটনাস্থলে যান রাজারহাট-সহ অন্যান্য থানার বিশাল পুলিশবাহিনী।