Advertisment

দেশের মধ্যে প্রথম, মমতার বাংলায় প্লাস্টিক দিয়ে তৈরি নীল-সাদা রাস্তা

পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, অন্যান্য রাস্তার থেকে এই নীল রাস্তার গুরুত্ব আলাদা।

author-image
Subhamay Mandal
New Update
First in India, waste plastics used to built road in Bengal

রাজ্যে প্রথম পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের উচালন পঞ্চায়েতের একলক্ষী এলাকায় তৈরি হয়েছে নীল রাস্তা। ছবি- প্রদীপ চট্টোপাধ্যায়

উষ্ণায়নের প্রভাব পড়েছে বিশ্বব্যাপী। সেই উষ্ণায়ন হ্রাসের লক্ষে বর্জ্য প্লাষ্টিক মিশ্রিত নীল রাস্তা তৈরির উদ্যোগ গৃহীত হয়েছে দেশজুড়ে। সেইমতো এই রাজ্যে প্রথম পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের উচালন পঞ্চায়েতের একলক্ষী এলাকায় তৈরি হয়েছে নীল রাস্তা। সেই রাস্তার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার।একলক্ষী টোল প্লাজা থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত ৩২০ মিটার দীর্ঘ ওই নীল রাস্তাটি তৈরি হয়েছে ২২ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যায়ে। উচালন গ্রামের যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দূতে এখন স্থান করে নিয়েছে নীল রাস্তা ।

Advertisment

পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে,অন্যান্য রাস্তার থেকে এই নীল রাস্তার গুরুত্ব আলাদা। এই নীল রাস্তা দ্বিগুণ টেকসই। নীল রাস্তা তৈরি হবার ফলে পিচ কম গরম হবে, পিচ গলবেও কম। এছাড়া দূষণও কম হবে। রাস্তায় জল জমার প্রবণতাও কম থাকবে। রাজ্য অর্থ কমিশনের (PBG-SFC) ১৪ লক্ষ ১৫ হাজার টাকা আর পঞ্চায়েতের নিজস্ব তহবিলের ৮ লক্ষ টাকা দিয়ে এই রাস্তা তৈরি হবে।

রুরাল ইঞ্জিনিয়ারিং মেন্টর রাকেশ কুমার ধারার কথায়, পঞ্চায়েতিরাজ ব্যবস্থাপনায় শুধু পশ্চিমবঙ্গই নয়, গোটা ভারতে এমন রাস্তা এটাই প্রথম বলে তাঁরা মনে করছেন। রাকেশ বাবু এও বলেন, দুবাইয়ে তাপমাত্রা যেহেতু প্রচন্ড বেশি তাই সেখানকার রাস্তার উপরে ’ব্লু’কোটিং দেওয়া হয়। সেই থেকেই নীল রাস্তা তৈরির অনুপ্রেরণা বলে রুরাল ইঞ্জিনিয়ারিং মেন্টর রাকেশ কুমার ধারা জানান।

প্রশাসনের তরফে জানানো হয়েছে,কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল ২০১৯ সালের ২ এপ্রিল রাজ্য সরকারগুলিকে নির্দেশিকা পাঠিয়েছিল। তাতে উষ্ণায়নের কথা মাথায় রখে পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিকের ব্যবহার কমানো ও ব্যবহৃত প্লাস্টিকের বিকল্প ব্যবহারে গুরুত্ব দেওয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। এইসব সমীক্ষা শুরু হলে রাস্তা নির্মাণের কাজে দুবাইয়ের ন্যায় বর্জ্য প্লাস্টিক ব্যবহারের বিষয়টি গুরুত্ব পায়।

আরও পড়ুন বদলির পর গ্রেফতার নেতা রাজেশ মাহাতো, বড় আন্দোলনের প্রস্তুতিতে কুড়মিরা

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকও সব রাজ্যকে নির্দেশ পাঠায়, যত রাস্তা তৈরি হবে, তার অন্তত পাঁচ শতাংশের উপরিভাগে বর্জ্য প্লাস্টিক ব্যবহার করতে হবে। এইসবের পরিপ্রেক্ষিতে দেশের অন্যান্য রাজ্য-সহ পশ্চিমবঙ্গেও রাস্তা নির্মাণে বর্জ্য প্লাস্টিক ব্যবহারে গুরুত্ব আরোপ করা হয়। তারই অঙ্গ হিসারে এই রাজ্যের পঞ্চায়েত এলাকাতেও রাস্তা নির্মানে বর্জ্য প্লাস্টিকের ব্যবহার শুরু হয়ে গেল।

পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "উচালনে তৈরি পরিবেশ বান্ধব নীল রাস্তা আগামী দিনে অন্য সব পঞ্চায়েতকেও এমন রাস্তা তৈরির পথ দেখাবে“ । পাশাপাশি প্রদীপ বাবু এও বলেন, "পরিবেশ রক্ষায় আমরাও দায়বদ্ধ। একইসাথে রাস্তা টেকসই করার জন্য আমরা রাস্তা নির্মাণে প্লাস্টিক বর্জ্য ব্যবহার গুরুত্ব দিচ্ছি“ ।

West Bengal plastic
Advertisment