Sundarban: তক্কে তক্কে ছিল! জলে নামতেই এক লাফে ঘাড়ে কামড়! রোমহর্ষক-কাণ্ড সুন্দরবনে!

Sundarban: দিন কয়েক আগেও সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ গিয়েছিল এক মৎস্যজীবীর। সেই ঘটনার পর দিন কয়েক কাটতে না কাটতেই ফের বাঘের আক্রমণ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Sundarban: দিন কয়েক আগেও সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ গিয়েছিল এক মৎস্যজীবীর। সেই ঘটনার পর দিন কয়েক কাটতে না কাটতেই ফের বাঘের আক্রমণ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে।

IE Bangla Web Desk & Nilotpal Sil
New Update
Fisherman dies in Sundarbans tiger attack

Royal Bengal Tiger: সুন্দরবনের জঙ্গলে দক্ষিণরায়।

Sundarban: ক্রমশই ভয়ঙ্কর হচ্ছে সুন্দরবনের জঙ্গল। দিন কয়েক আগেই সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের (Royal Bengal Tiger) শিকার হয়েছিলেন এক মৎস্যজীবী। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল। ফের একবার সুন্দরবনের (Sundarban) নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ গেল এক মৎস্যজীবীর (Fishermen)।

Advertisment

এবার বাঘের হামলায় প্রাণ গেল কুলতলির (Kultali) কাঁটামারির বাসিন্দা মৎস্যজীবী প্রদীপ সরদারের। সুন্দরবনের (Sundarban) নদীতে মাছ-কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন প্রদীপ সরদার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার তিনজনের একটি দল নৌকায় চেপে কুলতলির কাঁটামারি থেকে সুন্দরবনের নয়বাঁকি জঙ্গলের উদ্দেশে রওনা দেয়। সেখানে নদীতে কাঁকড়া (Crab) ধরার উদ্দেশ্যেই তাঁরা গিয়েছিলেন।

আরও পড়ুন- CNG Bus Service in Kolkata: যুগান্তকারী উদ্যোগ সরকারের! কলকাতার রাস্তায় যাতায়াতের অভিজ্ঞতাটাই বদলে যাবে

Advertisment

আরও পড়ুন- WB HS Exam 2024: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এখবর আগে পড়ুন! দুরন্ত রেকর্ড এবছরের HS-এর

গতকাল সকালে নয়বাঁকি জঙ্গলে কাঁকড়া ধরার সময়ে হঠাৎই লাগোয়া জঙ্গল থেকে একটি বিশালকায় বাঘ এসে ঝাঁপিয়ে পড়ে প্রদীপ সরদারের উপর। হিঁচড়ে তাকে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যায়। প্রদীপের সঙ্গে থাকা মৎস্যজীবীরা পরে তাঁর মৃতদেহ উদ্ধার করে। গতকাল রাতে কুলতলির কাঁটামারি ঘাটে নিয়ে আসা হয় মৃতদেহ। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ কাঁটামারিতে পৌঁছোয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

আরও পড়ুন- Digha: বেড়ানোর দুরন্ত অভিজ্ঞতা হবে দিঘায়! পর্যটকদের জন্যই অভূতপূর্ব এই উদ্যোগ

Royal Bengal Tiger Sundarban Tiger