Advertisment

গঙ্গা থেকে জালে উঠল 'দানব' কাতলা! ওজন জানলে চমকে যাবেন

মালদায় হইহই কাণ্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
fisherman have caught 50 kg catla fish from malda manikchak ganges , মালদার মানিকচকের গঙ্গা থেকে ধরা পড়ল ৫০ কেজি ওজনের কাতলা মাছ

এই সেই কাতলা মাছ।

মালদায় হইহই কাণ্ড। মালদার গঙ্গা নদীতে জেলেদের জালে ধরা পড়ল ৫০ কিলো ওজনের কাতল মাছ। আর সেই কাতল মাছ মালদার নেতাজি পুরো মার্কেটের মাছের আড়তে আসতেই উপচে পড়ে ক্রেতাদের ভিড়। এত বড় বিশাল আকৃতির কাতলা মাছ বিগত দিনে মালদার মানিকচকের গঙ্গা থেকে ধরা পড়েনি বলেই জানিয়েছেন নেতাজি পুরো মার্কেটের মাছ ব্যবসায়ীরা। ভরা বর্ষায় গঙ্গায় রুপোলি ইলিশ ওঠার ঘটনা প্রায়শই ভোজনরসিকদের উৎসাহিত করে। তবে রাতভর গতকয়েকদিনের প্রবল বর্ষণের মাঝে যে এমন বিশালাকার কাতলা মাছ উঠে আসবে, তা বোধহয় মৎসজীবীরাও ভাবেননি।

Advertisment

শুধু চোখের দেখা নয়, ওই বিশাল মাছ কেনাও হিড়িক পড়েছিল ক্রেতাদের মধ্যে।  ৮০০ টাকা কিলো দরেই সম্পূর্ণ কাতলা মাছটি মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়।

publive-image
পেল্লাই আকারের কাতলা মাছ।

নেতাজি পুরো মার্কেটের একাংশের আড়তদারদের বক্তব্য, মালদার মানিকচকের গঙ্গা নদীর ওপারে রয়েছে ঝাড়খণ্ডের রাজমহল। মানিকচক এবং রাজমহল দু'টি নদীর পাড় সংলগ্ন এলাকায় প্রতিদিনই বহু জেলে গঙ্গা নদী থেকে মাছ ধরে থাকেন। বৃহস্পতিবার এই মাছটি  মানিকচকের এক জেলের জালেই ধরা পড়ে।  এরপরে সেটি পাইকারদের মাধ্যমে চলে আসে মালদা শহরের নেতাজি পুরো মার্কেটে। আর সেই মাছকে দেখতে ক্রেতাদের ভীড় উপচে পড়ে।

এর আগে মানিকচকের গঙ্গা নদী থেকে ৩৫ কিলো ওজনের কাতল মাছ ধরা পড়েছিল জালে। এরপরে জালে উঠল ৫০ কিলো ওজনের বিশাল কাতল মাছ। ভরা বর্ষায় তাতেই হাসি ফুটেছে মাছ ব্যবসায়ীদের মুখে। তাঁদের বক্তব্য, গঙ্গার মাছ এমনিতেই সুস্বাদু। তার ওপর এত বড় আকারের মাছ যে নদীতে রয়েছে তাতে সকলেই খুশি। এদিন ৮০০ টাকা কিলো দরে মুহূর্তের মধ্যে সেই ৫০ কিলো ওজনের কাতল মাছ বিক্রি হয়ে যায়। দাম সাধ্যের মধ্যে হওয়ায় এদিন বহু ক্রেতারাই নিজেদের সাধ্যমত এই কাতল মাছ কিনে বাড়ি ফিরেছেন।

Maldah Malda Fishermen
Advertisment