Sundarban: সুন্দরবনের জঙ্গলে প্রতি মুহূর্তে ওঁত পেতে থাকে চরম বিপদ। আর এই ঘোরতর বিপদের আশঙ্কাকে উপেক্ষা করেই রুজি-রুটির টানে ফি দিন জঙ্গল লাগোয়া খাঁড়ি-নদীতে যেতে হয় এতল্লাটের বহু বাসিন্দাকে। এর আগেও পেটের টানে সুন্দরবনের (Sundarban) নদীতে গিয়ে বাঘের হাতে প্রাণ দিতে হয়েছে অনেককে। এবার ফের একবার সেই মর্মান্তিক ঘটনারই পুনরাবৃত্তি।
আবারও সুন্দরবনে বাঘের (Royal Bengal Tiger) হামলায় মৃত্যু মৎস্যজীবীর (Fishermen)। বাঘের হামলায় মৃত্যু হয়েছে সিদাম হালদার নামে এক মৎস্যজীবীর। নিহত মৎস্যজীবী সুন্দরবনের গোপালগঞ্জ গায়েনের চক এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালগঞ্জ গ্রাম থেকে ৪ জন মৎস্যজীবীর একটি সুন্দরবনের জঙ্গল ঘেঁষা নদীতে মাছ ধরতে গিয়েছিল।
আরও পড়ুন- Jaldapara: এগল্প সিনেমাকেও হার মানাবে! সঙ্গিনীর মন পেতে ‘রোমিও মুডে’ লঙ্কাকাণ্ড দাঁতালের
সোমবার কাকভোরে খবর আসে সিদামকে বাঘে নিয়ে গেছে। এই খবর পৌঁছোতেই গ্রামে কান্নার রোল পড়ে যায়। খবর পেয়ে গ্রামের অন্য মৎস্যজীবীর সিদাম হালদারের খোঁজে সুন্দরবনের ওই এলাকায় রওনা দিয়েছেন। বাঘের গ্রাস থেকে আদৌ সিদামের কোনও খোঁজ মেলে কিনা তা নিয়েও ধন্দে রয়েছেন অনেকে।
আরও পড়ুন- Kolkata Weather Today: শীতের বিদায়বেলাতেও বৃষ্টির ভ্রুকুটি! সরস্বতী পুজোয় দুর্যোগ-শঙ্কা কোন কোন জেলায়?