Advertisment

Sundarban: ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে সুন্দরবনের জঙ্গল, ফের বীভৎস কাণ্ডে দ্বীপাঞ্চলে হাহাকার!

Sundarban: সুন্দরবনের জঙ্গল লাগোয়া খাঁড়ি-নদীতে মাছ, কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে এতল্লাটের বহু পরিবার। এমনকী সুন্দরবনের গভীর জঙ্গলে ঢুকে মধু সংগ্রহে পাড়ি জমায় অনেকে। তবে এক্ষেত্রে চরম বিপদের আশঙ্কা সবসময়েই থেকে যায়। সুন্দরবনের নদীগুলিতে মাছ কিংবা কাঁকড়া ধরতে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করেছে বনদফতর। কোন এলাকায় মৎস্যজীবীরা যেতে পারবেন তা নির্ধারণ করা আছে। তবে অনেক ক্ষেত্রেই নিয়ম-নীতির তোয়াক্কা না করেই রুজির টানে চরম বিপদের আশঙ্কা থাকলেও তা নিয়ে মাথা ঘামান না অনেকে। সেই কারণেই প্রাণ খুইয়ে তাঁদের দিতে হয় সাংঘাতিক মাশুল।

author-image
IE Bangla Web Desk
New Update
forest worker killed by poachers in Sundarbans

Sundarban: সুন্দরবনের গভীর জঙ্গলের গা বেয়ে বয়ে চলেছে নদী।

Sundarban: সুন্দরবনের জঙ্গলে প্রতি মুহূর্তে ওঁত পেতে থাকে চরম বিপদ। আর এই ঘোরতর বিপদের আশঙ্কাকে উপেক্ষা করেই রুজি-রুটির টানে ফি দিন জঙ্গল লাগোয়া খাঁড়ি-নদীতে যেতে হয় এতল্লাটের বহু বাসিন্দাকে। এর আগেও পেটের টানে সুন্দরবনের (Sundarban) নদীতে গিয়ে বাঘের হাতে প্রাণ দিতে হয়েছে অনেককে। এবার ফের একবার সেই মর্মান্তিক ঘটনারই পুনরাবৃত্তি।

Advertisment

আবারও সুন্দরবনে বাঘের (Royal Bengal Tiger) হামলায় মৃত্যু মৎস্যজীবীর (Fishermen)। বাঘের হামলায় মৃত্যু হয়েছে সিদাম হালদার নামে এক মৎস্যজীবীর। নিহত মৎস্যজীবী সুন্দরবনের গোপালগঞ্জ গায়েনের চক এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালগঞ্জ গ্রাম থেকে ৪ জন মৎস্যজীবীর একটি সুন্দরবনের জঙ্গল ঘেঁষা নদীতে মাছ ধরতে গিয়েছিল।

আরও পড়ুন- Jaldapara: এগল্প সিনেমাকেও হার মানাবে! সঙ্গিনীর মন পেতে ‘রোমিও মুডে’ লঙ্কাকাণ্ড দাঁতালের

সোমবার কাকভোরে খবর আসে সিদামকে বাঘে নিয়ে গেছে। এই খবর পৌঁছোতেই গ্রামে কান্নার রোল পড়ে যায়। খবর পেয়ে গ্রামের অন্য মৎস্যজীবীর সিদাম হালদারের খোঁজে সুন্দরবনের ওই এলাকায় রওনা দিয়েছেন। বাঘের গ্রাস থেকে আদৌ সিদামের কোনও খোঁজ মেলে কিনা তা নিয়েও ধন্দে রয়েছেন অনেকে।

আরও পড়ুন- Kolkata Weather Today: শীতের বিদায়বেলাতেও বৃষ্টির ভ্রুকুটি! সরস্বতী পুজোয় দুর্যোগ-শঙ্কা কোন কোন জেলায়?

Sundarban West Bengal Royal Bengal Tiger
Advertisment