Advertisment

Digha: দিঘার কাছেই বিরাট কাণ্ড! প্রশাসনের ঘোষণায় রুষ্ট মৎস্যজীবীরা

Junput: দিঘার কাছেই সমুদ্র গর্ভে এযেন এক সোনার ইতিহাস রচনার পথে। ইতিমধ্যেই এক দফায় বিশেষ এই কার্যক্রম চলেছে। সেই সময়েও বেশ বিপত্তিতে পড়তে হয়েছিল মৎস্যজীবীদের। এবার ফের একবার প্রশাসনিক ঘোষণায় ক্ষোভ বাড়ছে এলাকার মৎস্যজীবীদের মধ্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
Hotel booking agents in Digha are given photo ID

Digha: সুন্দরী দিঘার অপরূপ সমুদ্র পাড়।

Digha-DRDO: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশানের (DRDO) পরীক্ষার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ মৎস্য দফতরের। জুনপুট থেকে মিসাইল উৎক্ষেপণের ফ্লাইট ট্রায়ালের জন্য ১৭-১৯ ও ২৪-২৬ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরাপত্তার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করছে DRDO ও মৎস্য দফতর। এই নিয়ে দ্বিতীয়বার মিসাইল উৎক্ষেপনের পরীক্ষার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। একই কারণে গত ১৬ মে থকে ৩০ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছিল।

Advertisment

অপরদিকে বারবার মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারিতে মৎস্যজীবীরা ক্ষতির মুখে পড়বে এমন অভিযোগ তুলে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে মৎস্যজীবী সংগঠনগুলি।

বৃহস্পতিবার জুনপুট ভূমিরক্ষা কমিটির পক্ষ থেকে জুনপুটের মতো জনবহুল এলাকায় মিসাইল উৎক্ষেপন কেন্দ্র বাতিলের দাবিতে কাঁথি ১ নম্বর ব্লকের বিডিও-র কাছে ডেপুটেশন দেওয়া হয়। একইভাবে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকেও মিসাইল উৎক্ষেপন কেন্দ্র বাতিলের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা করা হয়েছে। মৎস্যজীবী সংগঠনের সাধারণ সম্পদক দেবাশিস শ্যামল বলেন, "এইভাবে বারবার মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলে সাধারণ মাৎস্যজীবীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। সেই কারণে মৎস্যজীবীরা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে।"

আরও পড়ুন- Sundarbans: ঝোপের আড়াল থেকে নৌকায় ঝাঁপ! গা শিউরে ওঠার মতো কাণ্ড সুন্দরবনে!

''কাঁথি মৎস্য দফতরের সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুমন সাহা বলেন, "DRDO আমাদের একটি নোটিস পাঠিয়েছে। সেই নোটিসের কপি মৎস্যজীবী ও মৎস্যজীবী সংগঠনগুলির কাছে পাঠানো হয়েছে। বিশেষ দিনগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। তবে এই বিষয়ে যা বলার DRDO বলতে পারবে।''

আরও পড়ুন- West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে হাত খুলে ব্যাটিং শুরু বর্ষার! এবার একটানা চলবে দুর্যোগ?

DRDO Digha Junput
Advertisment