Ilish: ইলিশপ্রেমী বাঙালির জন্য সুখবর। অল্প কয়েকদিনের মধ্যেই রুপোলি শস্যের জোগান আরও বেশ খানিকটা বেড়ে যেতে পারে। আর সেটা হলে শ্রাবণ মাসের একেবারে শেষবেলায় বাজারে ইলিশের দামও বেশ কমে যেতে পারে। সেই আশাতেই দক্ষিণ ২৪ পরগনার নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, ডায়মন্ড হারবার থেকে বহু ট্রলার পাড়ি দিয়েছে গভীর সমুদ্রে। দিন কয়েকের মধ্যেই আরও একবার টন টন ইলিশ নিয়ে ফিরবে ট্রলারগুলি।
পুরোদমে চলছে ইলিশ মাছের মরশুম। শহর থেকে জেলা, বাজার ছেয়ে গিয়েছে ইলিশে। কাকদ্বীপ, নামখানা, বকখালি, ডায়মন্ড হারবারের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, দিঘাতেও প্রচুর পরিমাণে ইলিশ ওঠে সমুদ্র থেকে। ইতিমধ্যে কয়েক দফায় নদী,সমুদ্র থেকে তোলা হয়েছে ইলিশ মাছ। তবে এবার কাকদ্বীপ নামখানা থেকে আরও বহু ট্রলার ইলিশ ধরতে পাড়ি দিয়েছে গভীর সমুদ্রে। মৎস্যজীবীরা জানাচ্ছেন, অল্প কয়েকদিনের মধ্যে সেই ট্রলারগুলি পাড়ে ফিরে আসবে প্রচুর পরিমাণে রুপোলি শস্য নিয়ে।
আর তারই জেরে শ্রাবণ মাসের একেবারে শেষের দিকে কমতে পারে ইলিশ মাছের দাম। বর্তমানে বাজারে ইলিশের দাম বেশ চড়া। কোনও কোনও বাজারে ৪০০ গ্রাম ওজনের ইলিশ মাছও বিক্রি হচ্ছে কেজি প্রতি ১ হাজার টাকায়। ৬০০-৮০০ গ্রাম ওজনের মাছ কেজি প্রতি ১২০০-১৪০০ টাকায় বিক্রি হচ্ছে বহু বাজারে।
আরও পড়ুন- RG Kar Case: আরজি করে তরুণী চিকিৎসক খুন, টানা জেরায় পুলিশের কাছে বিস্ফোরক স্বীকারোক্তি ধৃতের
তেমনই ১ কিলো কিংবা তারও বেশি ওজনের মাছের বিক্রি হচ্ছে কেজি প্রতি ২ হাজার থেক ২৫০০ টাকায়। তবে এবার আর দিন কয়েকের মধ্যে ইলিশের জোগান বেশ কানিকটা বাড়লে দামও খানিকটা কমতে পারে বলে আশা করছেন মৎস্যজীবীরা।
আরও পড়ুন- Ganga Aarti: অভূতপূর্ব! বাংলার গঙ্গাবক্ষে শিব বন্দনার এমন বর্ণাঢ্য আয়োজনে আপ্লুত ভক্তকূল