ঠিক যেন উলটপুরান। বিরোধী দলের কর্মীদের বাড়িতে এর আগে এই কাজ হয়েছে। কাঠগড়ায় তোলা হয়েছে শাসক দলকে। কিন্তু এবার রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর বাড়ির দরজার সামনে সাদা থান ও রজনীগন্ধার মালা রেখে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি'র বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের অন্তর্গত নারায়ণপুর গ্রামে। আতঙ্কে ওই এলাকার তৃণমূল কর্মীরা।
মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে তৃণমূল কর্মী তরুণ জানা ও তাঁর পরিবারের লোকজনদের। তারপর থেকে আতঙ্কিত তিনি। শিউডে ওঠার উপক্রম তরণবাবুর পরিবারের সদস্যদের। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে সাদা থান ও রজনীগন্ধার মালা উদ্ধার করে।
মখানার ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের ২৫৫ নম্বর বুথে এবারের পঞ্চায়েত নির্বাচনে ওই বুথ থেকে জয়ী হন তৃণমূলের চম্পা বৈরাগী। আর এই তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠ ছিলেন তরুণ জানা। পেশায় বাস কনডাক্টর তরুণ এবারের নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচার থেকে শুরু করে বুথের সংগঠন মজবুত করার কাজ করেছিলেন। পাশাপাশি ২৫৫ নম্বর বুথের তৃণমূল প্রার্থীর এজেন্ট ছিলেন। তাই তার বাড়ির সামনে সাদা থান ও রজনীগন্ধার মালা ফেলে রেখে হুমকি দেওয়ার অভিযোগে শোরগোল পড়েছে।
তৃণমূল কর্মী তরুণ জানার অভিযোগ, 'পঞ্চায়েত ভোটের আগে থেকেই স্থানীয় বিজেপি কর্মীদের কাছ থেকে নানান হুমকি আসছিল। তারপরই আজ সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির দরজা খুলেই দেখেন উঠোনে সাদা ধুতি, সাদা ফুলের মালা পড়ে রয়েছে।' তরুণের দাবি, 'বিজেপির হার্মাদ বাহিনীই এই কাজ করেছে।'
অভিযোগের পর ঘটনাস্থলে পৌঁছয় কাকদ্বীপ পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় ফোর্স।