Advertisment

অগ্নিপথ বিক্ষোভের আঁচ হাওড়া-কলকাতায়, বাতিল একাধিক ট্রেন, বেশ কয়েকটার সফর সংক্ষিপ্ত

পূর্ব-মধ্য রেলের ঘোষণা।

author-image
IE Bangla Web Desk
New Update
for agnipath protest various train from howrah kolkata cancelled or short terminated

বিক্ষোভকারীরা দেশের একাধিক জায়গায় ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে।

অগ্নিপথ বিক্ষোভে থমকে রেলের চাকা। যার প্রভাব পড়েছে কলকাতা ও হাওড়়া শাখার রেল পরিষেবাতেও। বাতিল দূরপাল্লার একাধিক যাত্রিবাহী ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করেছে পূর্ব-মধ্য রেল।

Advertisment

এ দিন সকালে পাঁচটি ট্রেন বাতিলের পর বিকেলে আরও ট্রেন বাতিল বলে জানিয়েছে পূর্ব-মধ্য রেল। বাতিল হল, ভাগলপুর-আনন্দবিহার বিক্রমশীলা এক্সপ্রেস, মুজফ্‌ফরপুর জনসেবা এক্সপ্রেস, বাঁকা-রাজেন্দ্রনগর ইন্টারসিটি এক্সপ্রেস।

এ ছাড়াও রয়েছে, জামালপুর-কিউল প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন, শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস এবং সাহেবগঞ্জ-জামালপুর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনও বাতিলের তালিকায়।

আসোনসোল-ঝাঝা প্যাসেঞ্জার স্পেশাল, সাহিবগঞ্জ-ভাগলপুর স্পেশাল, হাটিয়া-পটনা পাটলিপুত্র এক্সপ্রেস, জামালপুর-সাহিবগঞ্জ প্যাসেঞ্জা, রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার স্পেশাল, মালদা টাউন-কিউল ইন্টারসিটি এক্সপ্রেস, জয়নগর-হাওড়া এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

Express Train Indian Railways Howrah kolkata train
Advertisment