Advertisment

'বাংলায় করোনা পরিস্থিতি সামলাতে কেন্দ্রের পরামর্শ নিক মমতা'

করোনা সংক্রমণ মোকাবিলা নিয়ে ফের মমতা সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন দিলীপ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ

করোনা সংক্রমণ মোকাবিলা নিয়ে ফের মমতা সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন দিলীপ ঘোষ। সংক্রমিতদের হাসপাতালে চিকিৎসা থেকে মৃতুর সংখ্যা নিয়ে বিভ্রান্তির জন্য দায়ী করলেন রাজ্যকে। প্রয়োজনে রাজ্য সরকারকে কোভিড পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের থেকে পরামর্শ চাওয়ারও দাবি জানান তিনি।

Advertisment

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?
বাংলার করোনা পরিস্থিতি ও তা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে মেদিনীপুরের সাংসদ বলেন, 'সরকারি হাসপাতালে কোরানা রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে না, প্রত্যেকদিন আমরা এই অভিযোগ পাচ্ছি। চিকিৎসার জন্য শয্যা না পেয়ে অনেকের মৃত্যু হয়েছে। রোগীরা আত্মহত্যা করছে। এইসব ঘটনাই স্পষ্ট ইঙ্গিত করছে যে, করোনা চিকিৎসার ক্ষেত্রে এ রাজ্যে খামতি রয়েছে। কিন্তু, রাজ্য সরকার এই বিষয়টিকে মেনে নিচ্ছে না আবার সমাধানও করছে না।'

ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য সরকারের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি বলেছেন, 'কীভাবে সংকটমুক্ত হওয়া যায় এ প্রসঙ্গে পুলিশ ও বিশেষজ্ঞদের সঙ্গে রাজ্য সরকার কথা বলুক। যেসব রাজ্যে করোনা পরিস্থিতি বালো করে মোকাবিলা করা হচ্ছে প্রয়োজনে আমি সেইসব রাজ্যের আধিকারিক ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলিয়ে দেব। কেন্দ্রেরও পরামর্শ নেওয়া যেতে পারে।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee dilip ghosh West Bengal corona
Advertisment