Dev-Lok Sabha Election 2024: এবারেও ঘাটালে তৃণমূলের সেরা বাজি টলিউড সুপারস্টার দেব (Dev)। ফের একবার এই কেন্দ্রে প্রার্থী হয়ে প্রচারে ঝড় তুলছেন দেব ওরফে দীপক অধিকারী (Dipak Adhikari)। গ্রামে-গ্রামে ঘুরছেন, কর্মিসভা থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলছেন দেব। তবে এবার প্রচারসভা থেকেই তাঁর আগের একটি ভাবনার কথা প্রকাশ্যে জানালেন দেব। একটা সময়ে কেন তিনি রাজনীতি ছেড়ে দিতে চাইছিলেন, সেকথা বলেছেন নিজে মুখেই।
কেন রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলেন? কেনই বা শেষমেশ থেকে গেলেন?
এপ্রসঙ্গে দেব বলেন, "ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) দাবিটা দীর্ঘদিনের। কিন্তু আমি সেটা করে দিতে পারিনি। সেই কারণেই রাজনীতির জগৎ ছেড়ে দিয়ে নিজের অভিনয় জগতে ফিরে যেতে চেয়েছিলাম। দিদি আমাকে বলেছেন, যে আমার মতো ছেলের রাজনীতিতে প্রয়োজন। রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করে দিলে তবেই রাজনীতিতে থাকব বলেছিলাম। কথা রেখেছেন দিদি। আরামবাগের সভা থেকে ঘোষণা করেছেন।"
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ঘাটালের (Ghatal) বিদায়ী তৃণমূল সাংসদ দেবকে নিয়ে বিস্তর জলঘোলা তৈরি হয়েছিল। রাজ্য সরকারের আওতাধীন তিনটি কমিটির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব।
আরও পড়ুন- Premium: যুবকের অকল্পনীয় তৎপরতায় শ্রেষ্ঠত্বের শিখরে একঝাঁক কচিকাঁচা! গর্বে বুক চওড়া বাংলার
এমনকী তাঁর সঙ্গে ঘাটালের স্থানীয় তৃণমূল নেতৃত্বের বনিবনা হচ্ছিল না বলেও খবর চাউর হয়। দেব রাজনীতি ছেড়ে দিতে পারেন বলেও তীব্র গুঞ্জন তৈরি হয়েছিল। এরপর দেবের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বৈঠক হয়। তাঁর কথা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেও।
পরবর্তী সময়ে সব কিছু মিটেও যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গেই আরামবাগের (Arambag) সরকারি সভায় দেখা যায় দেবকে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েও দিয়েছিলেন দেব এবারেও প্রার্থী হচ্ছেন। সেই মতো হয়েছেও তাই। আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ঘাটাল কেন্দ্র থেকে এবারেও তৃণমূলে প্রার্থী দেব। তবে এর আগে কেন তিনি রাজনীতি থেকে সরে যেতে চাইছিলেন, এতদিনে সেকথা স্পষ্ট করলেন টলিউড সুপারস্টার।
আরও পড়ুন- Exclusive: ভোট-আশ্বাসে আর মন গলে না! হাজারো উপেক্ষা সয়ে এযেন ‘মুক্তিযুদ্ধ’ জারি বাংলার এপ্রান্তে!