শুক্রবার দুবাইয়ে বহুজাতিক সংস্থা লুলু গোষ্ঠীর একজিকিউটিভ ডিরেক্টর আশরফ আলির সঙ্গে একান্তে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক সদর্থক হয়েছে বলে এক্সবার্তায় জানিয়েছন মুখ্যমন্ত্রী। আগামিতে কলকাতার নিউটাউনে বিশ্ব মানের শপিং মল খুলতে পারে লুলু গোষ্ঠী।
কী নিয়ে আলোচনা?
আগামী নভেম্বরে বাংলায় বসছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। বাংলায় বিনিয়োগের লক্ষ্যে এই সম্মেলনকে পাখির চোখ করেছেন রাজ্য সরকার। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন অংশগ্রহণের জন্য লুলু গোষ্ঠীকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আগামিতে কলকাতার নিউটাউনে বিশ্ব মানের শপিং মল খুলতে পারে লুলু গোষ্ঠী। দুনিয়ার বহু দেশে এই গোষ্ঠীর শপিং মল রয়েছে। সেইসব শপিং মলে বিশ্ববাংলার জন্য পৃথক কাউন্টার খোলা হতে পারে। সেখানে বিক্রি হবে বিশ্ববাংলার পণ্য।
বাংলা থেকেই যাতে নিজেদের সব বিপণির জন্য প্রয়োজনীয় ফল, সবজি লুলু সংস্থা কেনে তা নিয়ে আলোচনা হয়েছে। বাংলায় খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র খুলতেও আগ্রহী ওই নামজাদা সংস্থা। মুখ্যমন্ত্রীর এক্সবার্তা অনুয়ায়ী মাছ, মাংস প্রক্রিয়াকরণ, পোলট্রি, ডেয়ারি শিল্পে বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে লুলু গোষ্ঠী। এছাড়া তারা আগ্রহ প্রকাশ করেছে বাংলায় দক্ষতা উন্নয়ন প্রকল্পে।