Advertisment

সাতসকালে হুলস্থূল-কাণ্ড মাল শহরে, বাইসন হামলায় মৃত্যু মহিলার

জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে বাইসনটি৷ তাকে বাগে আনতে নাজেহাল দশা হয় বনকর্মীদেরও৷

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সাতসকালে বাইসনের তাণ্ডব মাল শহরে৷ বাইসন হামলায় মৃত্যু হয়েছে স্থানীয় এক মহিলার৷ গরুমারার জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে পড়ে কার্যত তাণ্ডব চালাতে থাকে বাইসনটি৷ লোকালয়ে বাইসন ঢুকে পড়ার খবর পেয়ে আসেন বনকর্মীরা৷ তবে বাইসনটিকে বাগে আনতে তাঁদেরও হিমশিম দশা হয়৷ শেষপেশ ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে কাবু করা হয় বাইসনটিকে৷

Advertisment

শুক্রবার সকালে হুলস্থূল কাণ্ড মাল শহরের ক্ষুদিরামপল্লি এলাকায়৷ লোকালয়ে ঢুকে দৌড়তে শুরু করে বাইসনটি৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতসকালে এক মহিলা ফুল তুলতে বেরিয়ছিলেন৷ আচমকাই তিনি বাইসনের মুখোমুখি পড়ে যান৷ কিছু বোঝার আগেই মহিলার উর ঝাঁপিয়ে পড়ে বাইসনটি৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই মহিলা, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন- আজ ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের ৮ সাংসদ, দলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও

এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ বাইসনটি এলাকা জুড়ে ছোটাছুটি শুরু করে দেয়। স্থানীয় বাসিন্দা সন্দীপ ভুঁইয়া জানিয়েছেন, সকালে তাঁরা দেখতে পান বাড়ির সামনে বাইসনটি দাঁড়িয়ে আছে৷ আতঙ্কে তাঁরা বাড়ি থেকে বের হননি৷ খবর পেয়ে বনকর্মীরা এসে বাইসনটিকে কাবু করেছেন৷

কখনও মাল শহরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াতে থাকে বন্য এই জন্তুটি৷ কখনও আবার পার্শ্ববর্তী বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে পড়ে সে। এদিকে, লোকালয়ে বাইসন ঢুকে পড়ার খবর পেয়ে সেখানে হাজির হন বনকর্মীরা। বাইসনটিকে কাবু করতে জলপাইগুড়ি থেকে একটি বিশেষ ট্র‍্যাংকুলাইজ টিমকে খবর দেওয়া হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে৷ তাকে ফের জঙ্গলে ফেরত পাঠানো হবে৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Alipurduar north bengal Forest Department
Advertisment