Advertisment

Sundarban: সুন্দরবনে হাড়হিম-কাণ্ড! ক্ষতবিক্ষত বনকর্মীর মুণ্ড, গভীর রাতের সেই ঘটনা জানলে শিউরে উঠবেন!

forest worker killed: ফের সুন্দরবনের জঙ্গলে মারাত্মক কাণ্ড। এবার এক বনকর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে জঙ্গল থেকে। শনিবার রাতে কয়েকজন বনকর্মী টহল দিতে গিয়েছিলেন সুন্দরবনের খাঁড়ি লাগোয়া ওই এলাকায়। গভীর রাতে ঘটে যায় হাড়হিম করা সেই ঘটনা।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
forest worker killed by poachers in Sundarbans

Sundarban: সুন্দরবনের গভীর জঙ্গলের গা বেয়ে বয়ে চলেছে নদী।

Sundarban: এবার সুন্দরবনের (Sundarban) জঙ্গল থেকে মিলল এক বনকর্মীর মৃতদেহ। শনিবার রাতে জঙ্গল লাগোয়া খাঁড়ি এলাকায় টহল দিচ্ছিলেন বনকর্মীরা। তখনই চোরাশিকারীদের গুলিতে নিহত বনদফতরের এক কর্মী।

Advertisment

শনিবার গভীর রাতে বোট নিয়ে জঙ্গল সংলগ্ন নদীতে টহল দিচ্ছিলেন কয়েকজন বনকর্মী। ঠিক সেই সময়ে ওই এলাকায় হরিণ শিকারীদের মুখোমুখি হন বনকর্মীরা। তখনই দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বনদফতরের ওই কর্মীর। তাঁর মাথায় কুড়ুলের আঘাতেরও চিহ্ন রয়েছে।

বনদফতর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ওই বনকর্মীর নাম অমলেন্দু হালদার (৫৯)। তিনি রায়দিঘির বাসিন্দা। জানা গিয়েছে, শনিবার রাতে বোট নিয়ে বের হয়েছিলেন অমলেন্দু বাবু, তাঁর সঙ্গে ছিলেন আরও তিনজন কর্মী ও বোটের ২ কর্মী। সুন্দরবনের বিদ্যা রেঞ্জ অফিসের অধীনে নেতাধোপানি ক্যাম্প এলাকার জঙ্গলে হরিণ শিকারীরা তাঁদের মুখোমুখি পড়ে যায়।

আরও পড়ুন- Malda News: সরকারি লোগো দেওয়া ত্রিপলের দেদার বিক্রি খোলা বাজারে! নেপথ্যে কারা জানেন?

তখনই দু'পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই শুরু হয়। চোরাশিকারীদের ছোড়া গুলি লাগে অমলেন্দুবাবুর শরীরে। যদিও পরে তাঁকে কোপানো হয় বলেও মনে করা হচ্ছে। কারণ তাঁর মাথায় কুড়ুলের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এদিকে বোটে থাকা বাকিরা আতঙ্কে নদীতে ঝাঁপ দেয়। পরে ওই বনকর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। সুন্দরবন কোস্টাল থানা ঘটনার তদন্ত শুরু করেছে। নিহত বনকর্মীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন- Sukanta on Adhir: ‘রামের বাড়ি আসুন’, খাড়গের কড়া বার্তার পরেই অধীরকে BJP-তে ডাকলেন সুকান্ত

police Sundarban Murder
Advertisment