অবস্থার সামান্য উন্নতি হলেও বুদ্ধবাবুর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। বুধবার সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, 'উনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমরা সকলে ওনাকে শ্রদ্ধা করি। উনি ভাল হয়ে উঠুক, আমরা এইটুকুই চাই।' পাশে দাঁড়িয়ে থাকা বুদ্ধবাবুর কন্যাকেও সব ধরণের সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
হাসাপাতালের তরফে বলা হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। তাঁকে রাখা হয়েছে বাইপ্যাক ভেন্টিলেশনে। তাঁর পালস ও হার্ট রেট স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় বেড়েছে অক্সিজেন স্যাচুরেশন রেট।
বিকেলে হাসপাতালে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী তথা কলকাতা পুরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম। যান সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
বুধবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। একপ্রকার শয্যাশায়ী। বুধবার তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এরপরই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার দ্রুত আরোগ্য কামনা করে টুইটে করেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসেই শ্বাসকষ্টের কারণে চিকিৎসক ফুয়াদ হালিমের পরামর্শ অনুযায়ী তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নিজেই বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন বারবার। সেইবার তিনদিন পরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে বছর ঘুরতে না ঘুরতেই ফের শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে। বুধবার দুপুরে এই খবর প্রকাশ্যে আসার পরই বুদ্ধদেববাবুর আরোগ্য কামনায় রত রাজনৈতিক মহল।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/Buddhadeb.jpg)
সম্প্রতি, অসুস্থ বুদ্ধদেববাবুকে তাঁর বাড়িতে দেখতেও যান রাজ্যপাল জগদীপ ধনকড়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন তাঁর বাড়িতে দেখা করতে। বর্তমানে প্রচারের অন্তরালেই থাকেন তিনি। মাস খানেক আগেই অসুস্থ বুদ্ধদেববাবুর ছবি প্রকাশ্যে আসায় অনেকে দুঃখপ্রকাশ করেছিলেন। রাজ্যের প্রাক্তন দাপুটে মুখ্যমন্ত্রীকে এভাবে শয্যাশায়ী দেখে অনেকেই চিন্তাপ্রকাশ করেছিলেন।