Advertisment

এখন কেমন আছেন বুদ্ধবাবু? হাসপাতাল থেকে কবে নাগাদ মিলতে পারে ছুটি?

এখনও চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
former cm buddhadeb bhattacharjee health condition updates

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবার চিকিৎসকরা তাঁকে মুখ দিয়ে খাওানোর চেষ্টা করছেন। তবে এক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করতে চাইছেন না তাঁরা। থেরাপিস্টরা এব্যাপারে ছাড়পত্র দিলে সেই মতো পদক্ষেপ করার ভাবনা চিকিৎসকদের। তবে একটু সুস্থ হতেই বাইপ্যাপ সাপোর্ট এবং রাইলস টিউব খুলে ফেলতে চাইছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি নিজেই মুখ দিয়ে খেতে চাইছেন।

Advertisment

আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে যে অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তার চেয়ে এখন অনেকটাই সুস্থ তিনি। একটু সুস্থ হতেই বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বুদ্ধবাবু। উডল্যান্ডস হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিক্যাল বোর্ডের সদস্য চিকিৎসক কৌশিক চক্রবর্তী সংবাদমাধ্যমে জানিয়েছেন, বুদ্ধবাবুকে ফের তাঁর স্বাভাবিক জীবনে ফেরাতে তাঁরা সব রকম চেষ্টা করছেন।

আরও পড়ুন- লোক ঠকানোয় ‘কালীঘাটের কাকু’ ঘোল খাওয়াবেন ‘দুঁদে’ প্রতারকদেরও

ওই চিকিৎসক আরও জানিয়েছেন, স্পিচ ও সোয়ালো থেরাপিস্ট বুদ্ধদেব ভট্টাচার্যকে পরীক্ষা করেছেন। রাইলস টিউবের বদলে স্বাভাবিকভাবে উনি মুখ দিয়ে খাবার খেতে পারবেন না কিনা তা দেখা হয়েছে। তবে এখনও তাঁকে মুখ দিয়ে খাওয়ানোর ব্যাপারে তাঁরা ছাড়পত্র দেননি। তবে বুদ্ধবাবুর শারীরিক পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেন লেভেল এখন বেড়েছে।

আরও পড়ুন- সাত সকালে সল্টলেকে ধুন্ধুমার, থালা হাতে বিক্ষোভে আপার-প্রাইমারি চাকরিপ্রার্থীরা! চ্যাংদোলা করে সরালো পুলিশ

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বাভাবিকবাবেই এখন কথা বলতে পারছেন। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আরও কয়েকদিন বুদ্ধবাবুকে পর্যবেক্ষণে রাখা হবে। সেই কারণে ঠিক কবে নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ি ফিরতে পারেন সেব্যাপারে এখনও হাসপাতালের তরফে কিছু জানানো হয়নি।

health West Bengal Buddhadeb Bhattacharya
Advertisment