Advertisment

Buddhadeb Bhattacharjee last rites live update: বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায় জনপ্লাবন! NRS-এ প্রাক্তন মুখ্যমন্ত্রীর নশ্বর দেহ

Buddhadeb Bhattacharjee Death: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ চিকিৎসা বিজ্ঞানে গবেষণার স্বার্থে দান করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
former cm CPM leader Buddhadeb Bhattacharjee, last rites, বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা, বুদ্ধদেব ভট্টাচার্য

Buddhadeb Bhattacharjee last rites: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা। (এক্সপ্রেস ফটো)

Buddhadeb Bhattacharjee last rites update: আজই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ দান করা হল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল রাতে পিস ওয়ার্ল্ডে মৃতদেহ সংরক্ষণ করা হয়েছিল। আজ রাজ্য় বিধানসভায় শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হয়। সেখান থেকে দেহ নিয়ে আসা হয় আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সদর কার্যালয়ে। দলের সদর কার্যালয়ে প্রয়াত বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানান দলের নেতা-কর্মী-সমর্থক থেকে শুরু করে অন্যরা। সিপিএমের যুব সংগঠনের সদর দফতর দীনেশ মজুমদার ভবন হয়ে মিছিল করে NRS-এ দেহ দান করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

Advertisment

নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা বিজ্ঞানে গবেষণার স্বার্থে রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ কাজে লাগানো হবে।

  • Aug 09, 2024 17:06 IST
    এনআরএসে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ

    নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা বিজ্ঞানে গবেষণার স্বার্থে রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ কাজে লাগানো হবে।



  • Aug 09, 2024 16:10 IST
    দলের যুব দফতরে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ

    সিপিএমের যুব দফতর দীনেশ মজুমদার ভবনে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। সেখানেই বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার-হাজার মানুষের ভিড়। উপচে পড়া এই ভিড় সামলাতে নাজেহাল পুলিশ।



  • Aug 09, 2024 15:18 IST
    শেষ শ্রদ্ধা জানালেন মন্ত্রী বাবুল সুপ্রিয়

    আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন তিনি বলেন, “কোনও রাজনৈতিক মতাদর্শের বিষয় নয়। ব্যক্তিগত ভাবে অনেক বার কথা হয়েছে। এক জন ভাল মানুষকে হারালাম আমরা।”



  • Aug 09, 2024 14:28 IST
    বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা আলিমুদ্দিনে

    আলিমুদ্দিন স্ট্রিটে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা সিপিএম-সহ বাম নেতা-নেত্রীদের। দেখুন ছবি-



  • Aug 09, 2024 14:03 IST
    পাম অ্যাভিনিউয়ের নাম হবে বুদ্ধদেব ভট্টাচার্য সরণি

    দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের নাম হবে বুদ্ধদেব ভট্টাচার্য সরণি। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে কলকাতা পুরসভার সিদ্ধান্ত।



  • Aug 09, 2024 13:08 IST
    বুদ্ধবাবুর স্মৃতিচারণায় রমলা চক্রবর্তী

    "ভীষণ কাজ করতো। ৬০ বছরের বেশি সময় ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সম্পর্ক। আমি ইচ্ছা করলেই ওঁকে নাম ধরে ডাকতে পারতাম। কিন্তু কেন ডাকতাম না জানি না। আমরা প্রায় সমবয়সী। ছাত্র আন্দোলন থেকেই ওর সঙ্গে পরিচয়। দীর্ঘদিন একসঙ্গে আলোচনা কত রকমের হাসি, ঠাট্টা, রাগ, অভিমান। বুদ্ধদাকে ধীরে ধীরে পার্টি নেতৃত্বে উঠে আসতে দেখেছি। তবে সম্পর্কটা রয়ে গিয়েছিল একই রকমের।" বললেন প্রয়াত আর এক সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী।



  • Aug 09, 2024 12:56 IST
    ওঁর গায়ে কালি লেপনের ক্ষমতা কারও নেই: তন্ময়

    "এমন একজন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যিনি সামনে দাঁড়িয়ে বলবেন এই মানুষটা এই- এই অপরাধে অপরাধী। বুদ্ধদেব ভট্টাচার্যের গায়ে কালি লেপনের হিম্মত কারও নেই।" বললেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য।



  • Aug 09, 2024 12:54 IST
    বুদ্ধবাবুর কর্নিয়ার সফল প্রতিস্থাপন

    প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কর্নিয়া যে দু'জনের চোখে প্রতিস্থাপন করা হয়েছে তাঁরা এখন ভালো আছেন। সফল হয়েছে সেই অস্ত্রোপচার।



  • Aug 09, 2024 12:52 IST
    বুদ্ধবাবুকে শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দুর

    বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু ছাড়াও বিজেপির শঙ্কর ঘোষ-সহ অন্য বিধায়করাও বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।



  • Aug 09, 2024 12:51 IST
    বুদ্ধবাবুকে শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দুর

    বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু ছাড়াও বিজেপির শঙ্কর ঘোষ-সহ অন্য বিধায়করাও বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।



  • Aug 09, 2024 12:51 IST
    বুদ্ধবাবুকে শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দুর

    বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু ছাড়াও বিজেপির শঙ্কর ঘোষ-সহ অন্য বিধায়করাও বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।



  • Aug 09, 2024 12:50 IST
    বুদ্ধবাবুকে শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দুর

    বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু ছাড়াও বিজেপির শঙ্কর ঘোষ-সহ অন্য বিধায়করাও বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।



  • Aug 09, 2024 12:50 IST
    বুদ্ধবাবুকে শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দুর

    বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু ছাড়াও বিজেপির শঙ্কর ঘোষ-সহ অন্য বিধায়করাও বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।



  • Aug 09, 2024 12:40 IST
    আলিমুদ্দিনের বাইরে বিশাল লাইন

    বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম রাজ্য দফতরের বাইরে বিশাল ভিড়। বহু সাধারণ মানুষ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষবাবের মতো শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কাতারে কাতারে মানুষ।



  • Aug 09, 2024 12:30 IST
    বুদ্ধবাবুর স্মৃতিচারণায় শুভেন্দু

    "২০০৭ সালে প্রথম ওনার সঙ্গে কথা হয় আমার। বিধানসভায় সেদিন রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতা ছিল। সেই সময় আমাকে আমার তৎকালীন দল তৃণমূলের তরফে বলতে দেওয়া হয়েছিল। আমার বক্তব্য উনি হাউসে এসে শুনেছিলেন। আমার বক্তব্য শেষ হওয়ার পরে বুদ্ধদেববাবু আমাকে হাত দিয়ে ডেকেছিলেন। স্পিকার ছিলেন হাসিম আব্দুল হালিম। উনি আমাকে বললেন, মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চায়। আমি সেদিন বুদ্ধবাবুর সঙ্গে গিয়ে কথা বলেছিলাম। তার জন্য আমাকে তৃণমূল কংগ্রেস শাস্তি দিয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নির্দেশে এসেছিল আমাকে যাতে আর বলতে দেওয়া না হয়। ২০০৭ এর ১২ আগস্টের পর থেকে বিধানসভায় আমাকে আর কোনও সেশনে তৃণমূল বক্তার তালিকায় রাখত না।" স্মৃতিচারণায় বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।



  • Aug 09, 2024 12:26 IST
    বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানাতে হাজির বাবুল

    "আমার গানের অ্যালবাম রিলিজের আবেদন করেছিলাম বুদ্ধবাবুকে। উনি রাজি হয়েছিলেন। আমাকে রাইটার্স বিল্ডিংয়ে ডেকেছিলেন। গান কেমন লেগেছে সেটাও আমাকে বলেছিলেন পরে। আমি ওঁকে ব্যক্তিগতভাবে পছন্দ করি। বাম আন্দোলনের সাত মহারথীর মধ্যে উল্লেখযোগ্য এক নাম বুদ্ধদেব ভট্টাচার্য।" বললেন রাজ্যের মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়।



  • Aug 09, 2024 12:16 IST
    বুদ্ধবাবুর মরদেহ পৌঁছল আলিমুদ্দিন স্ট্রিটে

    সিপিএমের সদর কার্যালয়ে পৌঁছোল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। এখানেই এবার ঘণ্টা তিনেক শায়িত থাকবে বুদ্ধবাবুর মরদেহ। শেষ শ্রদ্ধা জানাবেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, প্রকাশ কারাত, বৃন্দা কারাত-সহ সিপিএমের শীর্ষ নেতৃত্ব।



  • Aug 09, 2024 12:05 IST
    বুদ্ধবাবুর মরদেহ পৌঁছল আলিমুদ্দিন স্ট্রিটে

    সিপিএমের সদর কার্যালয়ে পৌঁছোল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। এখানেই এবার ঘণ্টা তিনেক শায়িত থাকবে বুদ্ধবাবুর মরদেহ। শেষ শ্রদ্ধা জানাবেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, প্রকাশ কারাত, বৃন্দা কারাত-সহ সিপিএমের শীর্ষ নেতৃত্ব।



  • Aug 09, 2024 11:59 IST
    চেষ্টা করেও করে যেতে পারেননি: শঙ্কর চক্রবর্তী

    "বুদ্ধদেব ভট্টাচার্য একাধারে লেখক, সাহিত্যিক, নাট্যকার ছিলেন। ভালো কিছু করার চেষ্টা করেছিলেন বুদ্ধবাবু। ভারী শিল্প আনার পক্ষে ছিলেন তিনি। চেষ্টা করেছিলেন, কিন্তু করে যেতে পারেননি সেটা আমাদের সবার দুর্ভাগ্য। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল রাজ্যের।" বললেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী।



  • Aug 09, 2024 11:58 IST
    ওঁর সঙ্গে গভীর সম্পর্ক ছিল: কিরণময়

    "ওঁর সঙ্গে গভীর সম্পর্ক ছিল। নতুন প্রজন্মের জন্য অনেক কিছু করতে চেয়েছিলেন। সেই কাজটা যদি তিনি করে যেতে পারতেন তাহলে পশ্চিমবঙ্গের যুবকরা একটা নতুন আলো দেখতে পেত।" বললেন এক সময়ের বাম সরকারের মন্ত্রী ও বর্তমানে সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ।



  • Aug 09, 2024 11:56 IST
    বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা অভিষেকের

    প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।



  • Aug 09, 2024 11:56 IST
    এই প্রজন্মের স্বপ্ন দিশারী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য: সৃজন

    "আমাদের প্রজন্মের স্বপ্ন দিশারী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমাদের প্রজন্ম তাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। তাঁর চলে যাওয়াটা আমাদের প্রজন্মের কাছে একটা বড় ধাক্কা। তিনি হয়তো আমাদের পরিবারের লোক ছিলেন না। কিন্তু আমাদের পরিবার, আমাদের স্কুল-কলেজ আমাদের খেলার মাঠের বাইরে গিয়েও বৃহত্তর সমাজ তাঁকেই অভিভাবক হিসেবে চিনেছিল।" বললেন তরুণ বাম নেতা সৃজন ভট্টাচার্য।



  • Aug 09, 2024 11:55 IST
    বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা অভিষেকের

    প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।



  • Aug 09, 2024 11:44 IST
    বিধানসভায় বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা

    ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মল ঘটক-সহ রাজ্যের অন্য মন্ত্রীরা।



  • Aug 09, 2024 11:42 IST
    বিধানসভার গেটের বাইরে শ্রদ্ধাজ্ঞাপন

    বিধানসভা ভবন থেকে বেরনোর পর বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহবহনকারী গাড়ি থামে গেটের বাইরে। সেখানেও অপেক্ষারত বহু সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীরা বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানান।



  • Aug 09, 2024 11:30 IST
    বিধানসভার গেটে উপচে পড়া ভিড়

    প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানোর পর্ব চলছে রাজ্য় বিধানসভায়। এই মুহূর্তে বিধানসভার বাইরে ভিড় চোখে পড়েছে বহু সাধারণ মানুষের।
    সেই ভিড়ে যেমন রয়েছেন বহু অফিসকর্মী তেমনই রয়েছেন হাইকোর্টের আইনজীবীরাও। রয়েছেন অনেক সাধারণ মানুষজনও।



  • Aug 09, 2024 11:27 IST
    বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা সিপি-র

    বিধানসভায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন কলকাতার পুলিশ কমিশনার। পুলিশের একাধিক আধিকারিক এদিন রাজ্য বিধাসভায় গিয়ে বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।



  • Aug 09, 2024 11:11 IST
    বিধানসভায় বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা

    ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মল ঘটক-সহ রাজ্যের অন্য মন্ত্রীরা।



  • Aug 09, 2024 11:03 IST
    আড়ম্বরহীনভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা: সেলিম

    "বুদ্ধদেব ভট্টাচার্য আড়ম্বরহীন জীবন কাটিয়েছেন। আড়ম্বরহীনভাবেই বু্দ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা হবে। বিধানসভায় আধ ঘণ্টা মরদেহ রাখা হবে। তারপর মরদেহ নিয়ে আসা হবে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সদর কার্যালয়ে।" বললেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।



  • Aug 09, 2024 10:45 IST
    কিছুক্ষণেই বিধানসভায় বুদ্ধবাবুর মরদেহ

    পিস ওয়ার্ল্ড থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ বের করা হয়েছে। বুদ্ধবাবুর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে রাজ্য বিধানসভায়। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন অধ্যক্ষ, মন্ত্রী, বিধায়করা।



  • Aug 09, 2024 10:31 IST
    বুদ্ধবাবুকে শেষবারের মতো দেখতে ভিড়

    পিস ওয়ার্ল্ডের সামনে বাড়ছে ভিড়। কিছুক্ষণের মধ্যেই বের করা হবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিথর দেহ। বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতো সামনে থেকে দেখতে ভিড় করেছেন বহু মানুষ। অল্পবয়সীরা থেকে শুরু করে সেই ভিড়ে সামিল বয়স্করাও।



  • Aug 09, 2024 10:25 IST
    বিধানসভায় আধ ঘণ্টা থাকবে বুদ্ধবাবুর মরদেহ

    কিছুক্ষণের মধ্যেই পিস ওয়ার্ল্ড থেকে থেকে বের করা হবে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। বিধানসভা ভবনে নিয়ে যাওয়া হবে দেহ। সেখানে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মরদেহ শায়িত থাকবে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন অধ্যক্ষ থেকে শুরু করে অন্য মন্ত্রী, বিধায়ক ও প্রাক্তন বিধায়করা।



  • Aug 09, 2024 10:01 IST
    বুদ্ধপত্নীকে ফোন রাহুল গান্ধীর, কী কথা হল?

    প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধপত্নী মীরা ভট্টাচার্যকে শোকপ্রকাশ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পরিবারকে সমবেদনা জানালেন কংগ্রেস নেতা



  • Aug 09, 2024 09:48 IST
    শোকবার্তায় কী বললেন মোদী?

    বুদ্ধদেবের প্রয়াণে শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ এক পোস্টে বলেছেন, "পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত। উনি এক জন বলিষ্ঠ রাজনৈতিক নেতা ছিলেন। যিনি একাগ্র ভাবে তাঁর রাজ্যের মানুষের সেবা করেছেন। ওঁর পরিবার এবং সমর্থকদের আমার আন্তরিক সমবেদনা জানাই।"



  • Aug 09, 2024 09:44 IST
    বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষ, আজকের রাজনীতিতে বিরল'- মদন মিত্র

    প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকপ্রকাশ তৃণমূল বিধায়ক মদন মিত্রের। শোকবার্তায় বর্ষীয়ান তৃণমূল নেতা মদন মিত্র বলেন, 'বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষ, আজকের রাজনীতিতে বিরল'।



  • Aug 09, 2024 09:41 IST
    দেহ দান করা হবে চিকিৎসার গবেষণার কাজে

    বিকেল ৪টে নাগাদ শিয়ালদার NRS মেডিক্য়াল কলেজে হবে দেহদান। বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ দান করা হবে চিকিৎসার গবেষণার কাজে।



  • Aug 09, 2024 09:41 IST
    কখন শুরু শেষ যাত্রা?

    বিধান সভায় শ্রদ্ধা জানানোর পর বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে। বেলা ১২টা থেকে দুপুর ৩টে ১৫ পর্যন্ত সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো যাবে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে। দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল পৌনে চারটে পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে শায়িত থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ। সেখান থেকে শুরু হবে শেষ যাত্রা।



  • Aug 09, 2024 09:39 IST
    বিধানসভা ভবনে দেহ রাখা থাকবে আধঘণ্টা

    বিধানসভা ভবনে দেহ রাখা থাকবে আধঘণ্টা। এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ রাখা থাকবে বিধানসভায়। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর, বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে।



  • Aug 09, 2024 09:38 IST
    শেষ যাত্রা কোন পথে

    প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ বিধানসভা, আলিমুদ্দিন স্ট্রিট হয়ে তাঁর শেষ যাত্রা পৌঁছবে NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে।



  • Aug 09, 2024 09:26 IST
    গান স্যালুটে 'না'

    প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রয়াত মুখ্যমন্ত্রীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানাতে চেয়েছিল রাজ্য। তাঁকে গান স্যালুট দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সিপিআইএম দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বিধানসভায় গান গান স্যালুট নেওয়া হবে না। বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রার সব বন্দোবস্ত দলের তরফেই করা হবে।



Buddhadeb Bhattacharya Buddhadeb Bhattacharjee Death Buddhadeb Bhattacharjee last rites
Advertisment