Advertisment

Sandeshkhali Incident: সন্দেশখালি কাণ্ডে আটক প্রাক্তন CPM বিধায়ক, দ্বীপাঞ্চলে ঢুকতে বাধা বামেদের, বিক্ষোভে সোচ্চার BJP

Sandeshkhali: সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। শনিবার সন্দেখালিতে ঢপকতে গিয়ে বাধার মুখে পড়েছিল বিজেপি প্রতিনিদি দল। আজ দ্বীপাঞ্চলে ঢুকতে গিয়ে ফেরাঘাটেই পুলিশি বাধার মুখে সিপিমএমের প্রতিনিধি দল। পুলিশের সঙ্গে তুমুল বচসা বাম কর্মীদের। অন্যদিকে, শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে কলকাতার বাড়ি থেকে সিপিএমের প্রাক্তন বিধায়ককে তুলে নিয়ে যায় পুলিশ। সন্দেশখালিতে জুমুলবাজির অভিযোগে শহর কলকাতার পাশাপাশি রাজ্যজুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি।

author-image
IE Bangla Web Desk
New Update
ex cpim mla Nirapada Sardar granted bail in Sandeshkhali case updates , সন্দেশখালি মামলায় ধৃত সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে জামিন দিল কলকাতা হাইকোর্ট।

Sandeshkhali Incident: ছবির বাঁদিকে আটক প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরদার।

Sandeshkhali Incident: সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে রবিবাসরীয় বঙ্গ রাজনীতির আঙিনা উত্তাল। একদিকে, খাস সন্দেশখালি (Sandeshkhali) ঢোকার মুখে পুলিশি বাধার মুখে সিপিএমের (CPIM) প্রতিনিধি দল। মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee), কণীনিকা বোস (kaninika bose) সহ সিপিএমের প্রতিনিধি দলকে ন্যাজাট (Najat) ফেরিঘাটে বাধা পুলিশের। অন্যদিকে, কলকাতার (Kolkata) বাঁশদ্রোণীর বাড়ি থেকে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরদারকে (Nirapada Sardar) তুলে নিয়ে গেল পুলিশ। সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ শিবু হাজরার (Shibu Hazra) অভিযোগের ভিত্তিতে আটক প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরদার। একইদিনে সন্দেশখালিতে নারী নির্যাতন ও জুলুমবাজির অভিযোগে কলকাতা-সহ জেলায়-জেলায় থানা ঘেরাও কর্মসূচি বিজেপির।

Advertisment

এবার সন্দেশখালি-কাণ্ডে আটক করা হল সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারকে। শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে আটক এই বাম নেতা। সন্দেশকালিতে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরদারের নেতৃত্বেই তৃণমূল নেতা শিবু হাজার পোল্ট্রি ফার্ম, ভেড়ির অফিসে আগুন লাগানো ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতেই আটক করা হয়েছে এই সিপিএম নেতাকে।

আরও পড়ুন- Farming: বেকাররা এখবর আগে পড়ুন! অল্প দিনেই উপচে পড়া আয়, এব্যবসায় পাশে দাঁড়াচ্ছে সরকার

এদিকে, গ্রেফতারের পর শাসকদলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদার। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ তাঁকে আটক করেছে বলে অভিযোগ বামনেতার। এদিন বাঁশদ্রোণীতে তাঁর বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। বাঁশদ্রোণী থানায় নিয়ে গিয়ে তাঁকে রাখা হয়। এরপরেই কয়েকশো সিপিএম নেতা-কর্মী বাঁশদ্রোণী থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন- Wooden Hub: কাজের খোঁজে আর ভিনরাজ্য নয়, তৈরি ‘মাস্টারপ্ল্যান’! কর্মসংস্থানের জোয়ার আসবে বাংলার এপ্রান্তে

অন্যদিকে, গকতকাল সন্দেশখালিতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়তে হয় BJP প্রতিনিধি দলকে। আজ সিপিএমের প্রতিনিধি দল সন্দেশখালিতে যাচ্ছিল। ন্যাজাট (Najat) ফেরিঘাটেই তাঁদের আটকে দেয় পুলিশ। বন্ধ করে দেওয়া হয় ফেরি সার্ভিস। মীনাক্ষী মুখোপাধ্যায়, কণীনিকা বোসদের নেতৃত্বে সিপিএমের প্রতিনিধি দলের সঙ্গে তুমুল বচসা শুরু হয়ে যায় পুলিশকর্মীদের।

এরই পাশাপাশি সন্দেশখালিতে দুর্নীতি, জুলুমবাজির অভিযোগে এদিন পথে নেমেছে বিজেপিও। কলকাতা (Kolkata) সহ রাজ্যের জেলায়-জেলায় থানা ঘেরাও কর্মসূচি গেরুয়া দলের। কলকাতায় বিজেপি মহিলা মোর্চার (BJP Mahila Morcha) নেতৃত্বে চলে থানা ঘেরাও কর্মসূচি। প্রথমে আমর্হাস্ট স্ট্রিট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। এরপরের গন্তব্য ছিল ডিসি নর্থের অফিস। সেখানেও এক দফা বিক্ষোভ চলে। পরে শ্যামপুকুর থানায় গিয়েও বিক্ষোভে সোচ্চার হয় বিজেপি কর্মীরা।

আরও পড়ুন- Zoological Park: অপেক্ষা আর মাত্র ক’দিনের! জমে যাবে চিড়িয়াখানায়! বিনোদনের সুনামি তুলবে বিস্ময় অতিথিরা

এদিকে, সন্দেশকালিতে উত্তেজনা নিয়ন্ত্রণে ৮ টি ব্লকে জারি করা হয়েছে ১৪৪ ধারা (Section 144)। দ্বীপাঞ্চলের অলিগলিতে টহল দিচ্ছে পুলিশ। যে কোনও জমায়েতে জারি রয়েছে নিষেধাজ্ঞা। এলাকাবাসীদের শান্ত থাকতে অনুরোধ পুলিশের। সন্দেশখালির ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তৃণমূলের সদ্য বহিষ্কৃত নেতা উত্তম সরদারকে (Uttam Sardar)। যদিও এখনও পর্যন্ত শেখ শাহজাহানের খোঁজ পায়নি পুলিশ। বেপাত্তা তৃণমূল নেতা শিবু হাজরাও।

Nirapada Sardar West Bengal Cpm bjp Sandeshkhali
Advertisment