Advertisment

Abhijit Gangopadhyay: 'আমার শিহরণ হচ্ছে', মোদী-সাক্ষাতের আগে চনমন করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Abhijit Gangopadhyay at PM Modi Siliguri Rally: ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর প্রকাশ্য জনসভায় উপস্থিত থাকবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সদ্য হাইকোর্টের বিচারপতির চাকরিতে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজ্যের শাসকদলকে আক্রমণ করে একাধিক মন্তব্য করতে শোনা গিয়েছে অভিজিৎ গাঙ্গুলির মুখে। আজ ফের একবার তিনি চাঁচাছোলা ভাষায় নিশানা করেছেন তৃণমূলকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Former Justice Abhijit Gangopadhyay will attend Modis meeting in Siliguri

বাঁদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডানদিকে প্রাক্তন বিচারপতি অবিজিৎ গঙ্গোপাধ্যায়।

Abhijit Gangopadhyay: রাজনীতির ময়দানে পা দিয়েই পুরোদস্তুর রাজনৈতিক আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay)। আবারও তাঁর নিশানায় রাজ্যের শাসকদল তৃণমূল। শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভামঞ্চে থাকবেন তিনিও। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসকদলকে বিঁধে বেশ কিছু মন্তব্য করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Advertisment

তৃণমূলকে আক্রমণ করে অভিজিৎ গাঙ্গুলি এদিন বলেন, "পুলিশ উপর মহলের নির্দেশে সাধারণ মানুষ, সাংবাদিকদের হেনস্থা করছে। এটা আইনশৃঙ্খলা? সাধারণ মানুষের ক্ষোভ সরকার সামলাতে পারছে না। চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা। ৩৫৬ করা দরকার। সন্দেশখালিতে একদিনও মুখ্যমন্ত্রী যাননি। গান-বাজনা করছেন। ভোট অবাধ হলে ও রিগিং আটকানো গেলে BJP-র অসম্ভব ভালো রেজাল্ট হবে। তৃণমূল মুছেও যেতে পারে।"

আরও পড়ুন- BJP MP left the party: ভোটের মুখে বাংলায় ধাক্কার পর ধাক্কা BJP-র! এবার দল ছাড়লেন গুরুত্বপূর্ণ সাংসদ

এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সরাসরি সাক্ষাৎ হতে চলেছে। এপ্রসঙ্গ উঠতেই কিছুটা উচ্ছ্বাস ধরা পড়ে তাঁর চোখে-মুখে। মোদীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে এদিন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমার শিহরণ হচ্ছে। এই প্রথম ওঁকে এত কাছ থেকে দেখব। কথা বলার অবশ্যই চেষ্টা করব। বিজেপি যেভাবে আমাকে বুকে টেনে নিয়েছে তাতে আমি অভিভূত।"

bjp modi loksabha election 2024 Abhijit Ganguly
Advertisment