/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Modi-Abhjit-Ganguly-1.jpg)
বাঁদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডানদিকে প্রাক্তন বিচারপতি অবিজিৎ গঙ্গোপাধ্যায়।
Abhijit Gangopadhyay at PM Modi Siliguri Rally: ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর প্রকাশ্য জনসভায় উপস্থিত থাকবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সদ্য হাইকোর্টের বিচারপতির চাকরিতে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজ্যের শাসকদলকে আক্রমণ করে একাধিক মন্তব্য করতে শোনা গিয়েছে অভিজিৎ গাঙ্গুলির মুখে। আজ ফের একবার তিনি চাঁচাছোলা ভাষায় নিশানা করেছেন তৃণমূলকে।
বাঁদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডানদিকে প্রাক্তন বিচারপতি অবিজিৎ গঙ্গোপাধ্যায়।