সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলেন রাজীব কুমার। আইনি সুরক্ষা বাড়ানো নিয়ে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। রাজীবকে ৭ দিনের আইনি সুরক্ষা দিয়েছিল শীর্ষ আদালত। গতকাল আইনি সুরক্ষার সময় বাড়ানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে দ্বারস্থ হন রাজীব। মঙ্গলবার সেই মামলায় শীর্ষ আদালতের তরফে রাজীবের আর্জি নাকচ করে দেওয়া হল। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে আইনজীবীদের ধর্মঘট চলছে, এ কারণ দেখিয়েই সময় বাড়ানোর আবেদন জানান রাজীব।
আরও পড়ুন: আইনি সুরক্ষার সময়সীমা বৃদ্ধির আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে রাজীব কুমার
উল্লেখ্য, গত শুক্রবার সারদা মামলায় রাজীব কুমারের গ্রেফতারের অন্তর্বতী রক্ষাকবচ সরিয়ে নেয় সুপ্রিম কোর্ট। ফলে কলকাতার প্রাক্তন নগরপালকে গ্রেফতার করতে আর কোনও বাধা রইল না সিবিআইয়ের। তবে আইনি পদক্ষেপের জন্য রাজীব কুমারকে ৭ দিনের সময় দেয় আদালত। ফলে গত শুক্রবারের পর থেকে ৭ দিনের মধ্যে রাজীবকে গ্রেফতার করতে পারবে না সিবিআই, এমনই নির্দেশ দেয় আদালত। এই ৭ দিনের মধ্যে আগাম জামিনের আবেদন জানাতে পারেন কলকাতার প্রাক্তন নগরপাল। সুপ্রিম কোর্টের দেওয়া সেই ৭ দিনের সময়সীমা বাড়ানোর আর্জি জানান রাজীব।
হিসেব অনুযায়ী আগামী শুক্রবারই শেষ হচ্ছে আদালতের দেওয়া আইনি সুরক্ষার সময়। শুক্রবারের মধ্যেই রাজীবকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করতে হবে। নিম্ন আদালতে রাজীব আগাম জামিনের আবেদন জানাতে পারেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
![]()
প্রসঙ্গত, সারদাকাণ্ডের তদন্তে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে। এই অভিযোগ বারবার জানিয়ে এসেছে সিবিআই। সারদা তদন্তে রাজীবকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। দীর্ঘ টালবাহানার পর শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে গত ফেব্রুয়ারিতে শিলংয়ে রাজীব কুমারকে টানা পাঁচদিন ধরে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। তবে জিজ্ঞাসাবাদের পরও সন্তুষ্ট হয়নি দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা। তদন্তের স্বার্থে রাজীবকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন, এই আর্জিই আদালতে রাখে সিবিআই। অন্যদিকে, তিনি তদন্তে সবরকম সহযোগিতা করেছেন, ফলে, তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার কোনও প্রয়োজনীয়তা নেই বলে আদালতকে জানান রাজীব কুমার।