প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং, শোকপ্রকাশ মমতার

রাজ্যের পর্যটন দফতর ও পরিকল্পনা দফতরের মন্ত্রী ছিলেন। পরে তিনি রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান হন।

রাজ্যের পর্যটন দফতর ও পরিকল্পনা দফতরের মন্ত্রী ছিলেন। পরে তিনি রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান হন।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, rachpal singh

রচপাল সিং এবং মমতা বন্দ্যোপাধ্যায়

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বৃহস্পতিবার ভোরে কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisment

২০১১ প্রাক্তন আইপিএস রচপাল সিং হুগলির তারকেশ্বর কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হন। রাজ্যের পর্যটন দফতর ও পরিকল্পনা দফতরের মন্ত্রী ছিলেন। পরে তিনি রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান হন।

Advertisment

প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘রচপাল সিংহের মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে শূন্যতার সৃষ্টি হল। আমি রচপাল সিংহের পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee