বঙ্গে বিজেপির আজকের এই উত্থানের অন্যতম নায়ক ছিলেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জুলুবাবু প্রয়াত হয়েছেন। শুক্রবার সকালে কলকাতায় নিজের বাড়িতে প্রয়াত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
Advertisment
কলকাতা হাইকোর্টের অন্যতম খ্যাতনামা আইনজীবীদের মধ্যে একজন ছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়। বিজেপির হয়ে ১৯৯৯ সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থকে ভোটে দাঁড়িয়ে জয়ী হন তিনি। ২০০০ সালে অটলবিহীর বাজপেয়ী মন্ত্রিসভায় প্রথমে রাসায়নিক ও সার এবং পরবর্তী সময়ে শিল্প ও বাণিজ্যমন্ত্রী হন সত্যব্রত মুখোপাধ্যায়। ২০০৮ সালে রাজ্য বিজেপির সভাপতি হয়েছিলেন তিনি। তবে এর কয়েকবছরের মধ্যে রাজনীতি থেকে ধীরে ধীরে নিজেকে পুরোপুরি সরিয়ে নেন তিনি।
এরাজ্যে বিজেপির আজকের এই উত্থানের পিছনে তপন শিকদারের পাশাপাশি সত্যব্রত মুখোপাধ্যায়ের বিরাট কৃতিত্ব রয়েছে। একথা একবাক্যে স্বীকার করে নেন বিজেপি নেতৃত্ব। বিজেপি বিরোধী নেতাদের সঙ্গেও সত্যব্রত মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল মসৃণ।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন টুইটে লিখেছেন, 'প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি শ্রী সত্যব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি ব্যথিত। জুলুবাবু নামেই তিনি জনপ্রিয় ছিলেন। তিনি অটল বিহারী বাজপেয়ী সরকারের একজন সাংসদ ও মন্ত্রী ছিলেন। তাঁর পরিবারের সদস্য ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই। তাঁর আত্মা চির শান্তি লাভ করুক। ওম শান্তি।' বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতা এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন।