Advertisment

রাজ্যপালে চটে লাল তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যরা! তুমুল প্রতিবাদে বেনজির পদক্ষেপ

রাজ্যপালের তুমুল সমালোচনায় প্রাক্তন উপাচার্যদের একাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
wb minister partha bhowmick attacks governor cv ananda bose

রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এবার রাজভবনের সামনে ধর্নায় প্রাক্তন উপাচার্যরা। রাজভবনের উত্তর গেটের সামনে অবস্থান বিক্ষোভে তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যরা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শিক্ষায় নৈরাজ্য তৈরির চেষ্টার অভিযোগ প্রাক্তন উপাচার্যদের। প্রাক্তন উপাচার্যদের এই ধর্নায় সামিল সুবোধ সরকার, শিবাজিপ্রতীম বসুরাও।

Advertisment

রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার চরমে উঠেছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাতারাতি অন্তর্বর্তী উপাচার্য় নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য। সিভি আনন্দ বোসের এই পদক্ষেপে যারপরনাই ক্ষুব্ধ রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী রীতিমতো হুঁশিয়ারির সুরে আর্থিক অবরোধের কথাও বলেছেন। এমনকী তিনি নিজেও রাজভবনের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে রেখেছেন।

আরও পড়ুন- ধূপগুড়িতে এগিয়ে বিজেপি, জোরদার লড়াইয়ে বাকিরা কে কোথায়?

রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমলে রাজ্যের উচ্চ শিক্ষার ক্ষেত্র কলুষিত হচ্ছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এবার তাঁরই সুরে সুর মিলিয়ে পথে প্রাক্তন উপাচার্যরা। রাজভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি প্রাক্তন উপাচার্যদের। শুক্রবার রাজভবনের উত্তর গেটের সামনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন তৃণমূলের আমলে নিযুক্ত উপাচার্যরা।

রাজ্যপালের বিরুদ্ধে উচ্চ শিক্ষায় অচলাবস্থা তৈরির অভিযোগ এনেছেন তাঁরা। এরই পাশাপাশি রাজ্যপালের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের সিদ্ধান্তেরও সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন উপাচার্যরা। গত ৩-৪ মাস ধরে উচ্চ শিক্ষায় অচলাবস্থা তৈরি হচ্ছে, এর জেরে পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়াও বাধাপ্রাপ্ত হচ্ছে বলে মনে করেন তাঁরা।

kolkata news West Bengal protest cv ananda bose
Advertisment