Advertisment

Buddhadeb Bhattacharjee Death: 'রাজনৈতিক মতবিরোধ থাকলেও সৌজন্য সবার উপরে', শোকবার্তায় গলা ধরে এল মমতার

এদিন দুপুর ১২ টা নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে এসে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Former Chief Minister Buddhadev Bhattacharya passed away, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য

এদিন দুপুর ১২ টা নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে এসে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Buddhadeb Bhattacharjee Death:  'রাজনৈতিক মতবিরোধ থাকলেও সৌজন্য সবার উপরে', প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। রাজনৈতিক বেড়া ভেঙে সমাজের সকল স্তরের মানুষ শেষবার প্রয়াত মুখ্যমন্ত্রীকে শেষ দেখা দেখতে ভিড় করেছেন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে। ইতিমধ্যে বুদ্ধবাবুর বাসভবনে এসে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বিকেল চারটেয় শুরু হবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর শেষ যাত্রা। রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

Advertisment

এদিন দুপুর ১২ টা নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে এসে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'আজ সকালে বৌদি বললেন উনি ব্রেকফাস্ট করেছেন। ব্রেকফাস্ট এরপর শ্বাসকষ্ট শুরু হয়। তারপরই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন উনি। আমি মিরা বৌদিকে, সুচেতনাকে বামফ্রন্টের সকলকে সহ নাগরিকদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। ওঁর অনেক কন্ট্রিবিউশন আছে। রাজনৈতিক মতবিরোধ থাকলেও সৌজন্য সবার উপরে। তিনি পার্থিব জগত থেকে বিদায় নিয়েছেন। মানুষের জগতে উনি বিচরণ করবেন'।

মমতা শোকবার্তায় বলেন, 'বুদ্ধবাবুর সঙ্গে আলাপচারিতার অনেক কথা মনে পড়ছে। ওনার আত্মার শান্তি কামনা করি। আজ আমাকে ঝাড়গ্রামে যেতে হবে। অন্য প্রোগ্রাম হলে আমি ক্যানসেল করতে পারতাম। ওই খবরটা শুনে আমি এতটাই টেন্সড হয়ে গিয়েছিলাম। দেখুন হাতটা ফসকে গিয়ে গলগল করে রক্ত বেরিয়েছে। ববি আর অরূপ সারাক্ষণ থাকবে সব কিছু দেখবে। পুলিশকে সব ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছি। ব্যক্তিগত অনেক কথা আছে কিন্তু সেটা আজকে বলার দিন নয়। কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো। দল আজ হারিয়েছে তার নেতাকে। আমি অন্য দল করলেও তাদের দলের প্রতি আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে'।
শোক আবহে সামান্য কিছু স্মৃতি চারণ করে মমতা বলেন, 'আমি যখন আসতাম, যে কদিন উনি ভালো ছিলেন অনেক গল্প করতেন। অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলের। এসব কথা আমি বাইরে আনতে চাই না। গোপালকৃষ্ণ গান্ধী যখন রাজ্যপাল ছিলেন তখন আমার সঙ্গে দেখা হয়েছে। একটা সুন্দর পরিবেশে আলোচনা হয়েছিল'।

আরও পড়ুন - < Bangladesh interim government: মহম্মদ ইউনূসের হাত ফিরবে পদ্মাপারের শান্তি? অপেক্ষায় বিশ্ব! আজই অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ >

প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম)-র প্রাক্তন পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল ৮:২০মিনিটে তাঁর জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বুদ্ধবাবুর প্রয়াণে পূর্ণদিবস সরকারি ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল তাঁকে গান স্যালুটে বিদায় জানানো হবে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আপাতত তাঁর মরদেহ তাঁর পাম অ্যাভিনিউয়েত বাসভবনেই থাকবে। তাঁর শেষ ইচ্ছানুযায়ী চক্ষুদানের ব্যবস্থা হয়েছে। দুপুর ১২:৩০ টার সময়ে পিস ওয়ার্ল্ডে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে। আগামীকাল সকাল ১০:৩০ থেকে ৩১, আলিমুদ্দিন স্ট্রিট, সিপিআই(এম) রাজ্য দপ্তর মুজফফর আহমদ ভবনে সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য শায়িত থাকবে তাঁর মরদেহ। এরপর সেখান থেকেই বিকেল ৪টে নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে শোক মিছিল বের হবে। নীলরতন সরকার মেডিকেল কলেজে প্রয়াত মুখ্যমন্ত্রীর মরণোত্তর দেহদান করা হবে।

বাম জমানার শেষ সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। একটানা ১১ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে গুরুদায়িত্ব সামলেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল ৮ টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে প্রয়াত হয়েছেন প্রবীণ এই সিপিএম নেতা।

বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর পেয়েই তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে উপস্থিত হন সিপিআইএমের রাজ‍্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘আজ সকালে আমাদের প্রিয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন৷ দীর্ঘদিন ধরেই অসুস্থতার মধ্যে ছিলেন৷ চিকিৎসকরা দেখছিলেন৷ আজ সকালে অবস্থার অবনতি হয়, তার পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

Mamata Banerjee Buddhadeb Bhattacharya Death
Advertisment