Advertisment

মন্ত্রীর বৌদি-ভাইঝির পচাগলা মৃতদেহ উদ্ধার আসানসোলে

এদিন সকালে বাড়িতে তরকারি পৌঁছতে এসে এজাজ নামের এক ব্যাক্তি দুর্গন্ধ পান। তিনি দরজায় ধাক্কা দিলেও কেউ দরজা খোলেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
আসানসোলের বাড়ি থেকে জোড়া মৃতদেহ উদ্ধার

আসানসোলের বাড়ি থেকে জোড়া মৃতদেহ উদ্ধার

রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বৌদি এবং ভাইঝির পচাগলা মৃতদেহ উদ্ধার। সোমবার দুপুরে আসানসোলের হিন্দুস্তান পার্কের বাড়ি থেকে উদ্ধার হয় মলয় ঘটকের দাদা অসীম ঘটকের স্ত্রী জয়শ্রী ঘটক ও তাঁর কন্যা নিলম ঘটকের মৃতদেহ। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisment

স্থানীয় কাউন্সিলর স্বপন ব্যানার্জি বলেন, এদিন সকালে বাড়িতে তরকারি পৌঁছতে এসে এজাজ নামের এক ব্যাক্তি দুর্গন্ধ পান। তিনি দরজায় ধাক্কা দিলেও কেউ দরজা খোলেনি।

এরপর তিনি মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটককে খবর দেন। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ দরজা ভাঙতে বাধ্য হয়। বাড়ির ভেতর থেকে মন্ত্রীর বৌদি এবং ভাইঝির পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, হিন্দুস্থান পার্কের এই বাড়িতে মন্ত্রী মলয় ঘটক থাকেন না।

প্রসঙ্গত আজ থেকে বছর দুয়েক আগে তর্পন করতে গিয়ে মৃত্যু ঘটে মন্ত্রী মলয় ঘটক এর দাদা অসীম ঘটকের।

Advertisment