পশ্চিমবঙ্গ পুলিশের চার এসআই স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ পুরস্কার পেলেন৷ কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করার পুরস্কার পেয়েছেন রাজ্য পুলিশের এই চার আধিকারিক৷ দেশের বিভিন্ন রাজ্য থেকে এবছর মোট ১৫২ জন পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হয়েছে৷ ২০১৮ সাল থেকে কর্মক্ষেত্রে দক্ষ পুলিশ অফিসারদের স্বীকৃতি দিতে এই পুরস্কার প্রদান কর্মসূচি চালু করে স্বরাষ্ট্র মন্ত্রক৷
পশ্চিমবঙ্গ পুলিশের চার এসআই পেলেন কেন্দ্রের পুরস্কার৷ এর আগে একাধিকবার রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে সরব হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক৷ এমনকী রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ এনে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করে চিঠিও পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক৷ যা নিয়ে জলঘোলা কম হয়নি৷ কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই কাজের অভিযোগ এনেছে রাজ্য সরকার৷ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রকের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তুমুল সমালোচনা করেছেন কেন্দ্রের শাসকদল বিজেপির৷ এই আবহে রাজ্যের চার পুলিশ আধিকারিকের কেন্দ্রের এই সম্মান পাওয়ার বাড়তি গুরুত্ব রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷
আরও পড়ুন- আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, গ্রেফতার অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি কর্মী
রাজ্যের যে চার সাব ইন্সপেক্টর কেন্দ্রের বিশেষ এই পুরস্কার পেলেন তাঁরা হলেন, সুদীপ কুমার দাস, কৌশিকব্রত মজুমদার, সুমন সাধুখাঁ ও জিতেন্দ্র প্রসাদ৷ এঁদের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে থেকে মোট ১৫২ জন পুলিশ অফিসার স্বরাষ্ট্র মন্ত্রকের এই পুরস্কার পেয়েছেন৷ পশ্চিমবঙ্গের চার পুলিশ আধিকারিকের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের এই বিশেষ পুরস্কার পেয়েছেন মহারাষ্ট্রের ১১, মধ্যপ্রদেশের ১১, উত্তরপ্রদেশের ১০, কেরালার ৯ ও রাজস্থানের ৯, তামিলনাড়ুর ৮, বিহারের ৭, গুজরাত-কর্নাটক-দিল্লির ৬ জন করে পুলিশ আধিকারিক৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ১৫ জন অফিসারকে কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করার জন্য পুরস্কৃত করেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন