Advertisment

যুগান্তকারী পদক্ষেপ সরকারের! নিখরচায় পুরী-ভুবনেশ্বর-কটক থেকে ফিরুন কলকাতায়, চলছে বাস

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে এখনও ওই রুটে রেল পরিষেবা স্বাভাবিক হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
free bus service to Kolkata from Puri Bhubaneswar & Cuttack

চালু বিনামূল্যে বাস পরিষেবা

যুগান্তকারী পদক্ষেপ ওডিশা সরকারের। বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে এখনও ওই রুটে রেল পরিষেবা স্বাভাবিক হয়নি। বহু মানুষ ওই রুটের বিভিন্ন এলাকায় এখনও আটকে রয়েছেন। তাঁদের জন্যই এবার নজদিরবিহীন উদ্যোগ নবীন পট্টনায়েকের সরকারের। কলকাতায় ফেরার জন্য ওড়িশা থেকে বিনামূল্যে বাস পরিষেবা চালু করে দিয়েছে ওডিশা সরকার।

Advertisment

আরও পড়ুন- আজ জগন্নাথ দেবের আবির্ভাব তিথি! মাহেশে কী দিয়ে স্নান সারলেন জগতের নাথ?

বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৮৮টি মৃতদেহ উদ্ধার করতে পারা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় এখনও উদ্ধারকাজ জারি রয়েছে। রেলের পদস্থ কর্তারা দাঁড়িয়ে থেকে ওই রুটে রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত ওই রুটে রেল পরিষেবা স্বাভাবিক হয়নি। পশ্চিমবঙ্গে ফেরার জন্য এখনও বহু মানুষ রেল দুর্ঘটনার জেরে ওই রুটের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন।

আরও পড়ুন- পুরী গেলে ভুলেও ভুলবেন না এতল্লাট বেড়াতে, নিরিবিলি অসাধারণ পরিবেশ মন কাড়বেই!

তাঁদের জন্যই এবার নজিরবিহীন উদ্যোগ ওডিশা সরকারের। চালু হয়ে গিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে বাস পরিষেবা। পুরী, ভুবনেশ্বর এবং কটক থেকে কলকাতায় বিনামূল্যে বাস পরিষেবা চালুর কথা ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েকের দফতরের তরফে। এই বাস পরিষেবার পুরো খরচ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বহন করা হবে বলে জানানো হয়েছে। বালেশ্বর রুটে স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু না হওযা পর্যন্ত এই ব্যবস্থা চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

kolkata Puri Bus Service coromandel express accident
Advertisment