বাংলার সব প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে টিকা দেবে রাজ্য সরকার। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিকার দাম নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা জাতি-ধর্ম-বয়স নির্বিশেষে সবাইকে একই দামে টিকা দেওয়ার দাবিও তোলেন।
Advertisment
মঙ্গলবারই নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে কেন্দ্রের করোনা নীতিকে অন্তসারশূন্য বলে আক্রমণ শানিয়েছিলেন মমতা। তাঁর সাফ যুক্তি, বাজারে এখনও প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিন নেই, সারগর্ভ কথা না বলে এ ব্য়পারে অবিলম্বে দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারকেই। মমতার আরও অভিযোগ, ১৮-র উর্ধ্বে টিকাকরণের সিদ্ধান্ত নিতে অনেকটাই দেরি করে ফেলেছে কেন্দ্র।
এরই আগেই কোভিশিল্ড প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউটের তরফে বলা হয়, রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ডের প্রতিটি ডোজ ৪০০ টাকায় বিক্রি করা হবে। আর বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে কোভিশিল্ডের প্রতি ডোজের দাম ধার্য করা হয়েছে ৬০০ টাকা। যদিও কেন্দ্র প্রতি ডোজ পাবে মাত্র ১৫০ টাকায়। সেরামের সেই বিজ্ঞপ্তি নিয়েই আরও ক্ষুব্ধ হয়েছেন মমতা। কেন্দ্রের বিরুদ্ধে টিকা বৈষম্য়ের অভিযোগ তোলেন তিনি। এপ্রসঙ্গে তিনি বলেন, ''বিজেপি মুখে বলবে এক দেশ এক নীতি, আর টিকার বেলায় কেন্দ্র, রাজ্য, বেসরকারি ভাগাভাগি করবে!'
করোনায় দেশের এই পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রকে দুষেছেন মুখ্যমন্ত্রী. তাঁর কথায়, ''ম্যন মেড নয়, এটা মোদি মেড ডিজাস্টার। কেন্দ্র যদি ৬ মাস আগে থেকে রাজ্যগুলোকে টিকা দিত, তাহলে আর কারও করোনা হত না। আমি নরেন্দ্র মোদীকে বলেছিলাম, আমাকে ভ্যাকসিন দিন, রাজ্য কিনে নিয়ে আমি বিনা পয়সায় সবাইকে দেব। আর এখন বলছে ভ্যাকসিন নিজেরা জোগাড় করে নিন। কোথা থেকে পাব ভ্যাকসিন? আগেই তো সব টিকা বিদেশে পাঠিয়ে দেয়েছেন? এই করোনা পরিস্থিতির জন্য মোদিই দায়ী।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন