Advertisment

ডিসেম্বরেই প্রাথমিকে টেট, ব্রাত্যর সঙ্গে পুজোর পর বৈঠকে দিনক্ষণ নির্ধারণ

শুক্রবার প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাডহক কমিটি বৈঠক ছিল। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Recruitment of teachers without aptitude test

অ্যাপ্টিটিউট টেস্ট ছাড়াই শিক্ষক নিয়োগ।

চলতি বছর ডিসেম্বরেই হবে পশ্চিবঙ্গের প্রাথমিক টেট। তবে দিনক্ষণ ঠিক হবে পুজোর পরই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে প্রাথমিক শিক্ষা সংংসদের চেয়ারম্যান গৌতম পালের বৈঠকের পর টেট পরীক্ষার তারিখ স্থির হবে। শুক্রবার প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাডহক কমিটি বৈঠক ছিল। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে।

Advertisment

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এ বছর সেপ্টেম্বরেই করতে হবে প্রাথমিকের টেট। কিন্তু তা অসম্ভব বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাডহক কমিটি। সিদ্ধান্তের কথা শীর্ষ আদালতকে জানিয়ে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন- প্রাথমিকে নিয়োগ দুর্নীতি! ৫৯ হাজার শিক্ষকের মেধাতালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি গাঙ্গুলির

প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান গৌতম পালের পৌরহিত্য হওয়া এ দিনের বৈঠকে স্থির হয়েছে ডিসেম্বরে হওয়া টেট পরীক্ষার পর আগামী বছরের শুরুতে শেষ হবে নিয়োগপ্রক্রিয়া।

তৃণমূল সরকারের আমলে এখনো পর্যন্ত ৩ বার প্রাথমিক টেট পরীক্ষা হয়েছে। সবকটি পরীক্ষা ঘিরেই দুর্নীতির অভিযোগ উঠেছে। যা সত্য বলে তদন্তে উঠে আসছে। প্রমাণিত যে, অর্থের বিনিময়ে 'যোগ্য'দের বঞ্চিত করে 'অযোগ্য'দের চাকরি বিক্রি হয়েছে।

West Bengal Primary TET Primary TET
Advertisment