scorecardresearch

ভয়ঙ্কর, মেধা তালিকায় নাম ওঠা রুখতে মাধ্যমিকের ছাত্রীর হাতে অ্যাসিড ঢালল বন্ধু

চরম অবক্ষয়

Birbhum
এ কী ধরণের হিংসা?

এমন হিংসাত্মক ঘটনা ঘটতে পারে তা কল্পনাতেও কেউ ভাবতে পারবে না। মাধ্যমিকের মেধা তালিকায় যাতে এক থেকে দশের মধ্যে সাফল্য না পায় তার জন্য এবছরের এক মাধ্যমিক পরীক্ষার্থীর ডান হাত অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানা এলাকার।

অ্যাসিডে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম লক্ষী (নাম পরিবর্তিত)। সে নলহাটির এক স্কুলের ছাত্রী। গত ২১ ফেব্রুয়ারি রাতে লক্ষী নিজের বাড়িতে পড়াশোনা করছিল। অভিযোগ, সেই সময় আরিফ শা নামে তারই স্কুলের এক বন্ধু তাকে উপহার দেওয়ার জন্য ডাকে। বন্ধুর ডাকে সে বাড়ির বাইরে বের হলে তার হাতে উপহার দেওয়ার নাম করে বা হাতে একটি চিঠি দিয়ে ডান হাতে অ্যাসিড ঢেলে দিয়ে পালিয়ে যায় আরিফ।

জখম ওই ছাত্রীকে প্রথমে নলহাটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা দেওয়ার জন্য আজ সকালে সে ছুটি নিয়ে বাড়ি ফিরে আসে। আজ রাইটার নিয়ে পরীক্ষা দিতে হয় ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে। বিষয়টি জানিয়ে নলহাটি থানায় নাম উল্লেখ না করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কেন সহপাঠী এভাবে হাতে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিল? ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Friend poured acid on hands of madhyamik student in birbhum nalhati