Advertisment

Financial Rule Change: EPFO, NPS বা বিমা, ১ এপ্রিল থেকেই নিয়মে আমূল বদল! না জানলে পস্তাবেন!

Financial Rule Change From 1 April: নতুন অর্থবর্ষ ২০২৪-২৫ থেকেই আর্থিক লেনদেন ও বিনিয়োগ সংক্রান্ত একাধিক ক্ষেত্রে বেশ কিছু বদল আনছে কেন্দ্রীয় সরকার। আগেই কেন্দ্রের বিভিন্ন দফতরের তরফে সেব্যাপারে বিশদ বিবরণ দেওয়া হয়েছিল। সেই মতো অনেকেই প্রয়োজনীয় কাজগুলি করেও ফেলেছেন। তবে এখনও যাঁরা করেননি, তাঁদের জন্যই এই বিশেষ প্রতিবেদন।

author-image
IE Bangla Web Desk
New Update
From 1 April 2024 Central govt is bringing changes in several financial rules

Financial Rule Change: নতুন অর্থবর্ষ থেকেই বদল একগুচ্ছ আর্থিক নিয়মে।

Financial Rule Change From 1 April: চলতি অর্থবর্ষ শেষের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। আগামী ১ এপ্রিল, ২০২৪ থেকে শুরু হচ্ছে ২০২৪-২৫ নয়া অর্থবর্ষ। নতুন অর্থবর্ষে আর্থিক লেনদেন ও বিনিয়োগ সংক্রান্ত নিয়মে একগুচ্ছ বদল আনছে কেন্দ্রীয় সরকার। আগে থেকে সেব্যাপারে না জানলে পস্তাতে হতে পারে।

Advertisment

SBI-এর ডেবিট ও ক্রেডিট কার্ডে বদল:

আগামী ১ এপ্রিল, ২০২৪ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) ডেবিট কার্ডের বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ বেড়ে যাচ্ছে। শুধু ডেবিট কার্ডের ক্ষেত্রেই নয়, নতুন অর্থবর্ষ থেকে SBI-এর ক্রেডিট কার্ডে রিওয়ার্ড পয়েন্ট আর মিলবে না।

EPFO-র নিয়মেও বদল:

এক্ষেত্রে দারুণভাবে উপকৃত হতে চলেছেন চাকরিজীবীরা। এতদিন চাকরি বদল করলে অর্থাৎ এক সংস্থা থেকে অন্য সংস্থায় যোগ দিলে চাকরিজীবীর EPFO-এর অ্যাকাউন্ট স্থানান্তর করতে হতো। অর্থাৎ নতুন সংস্থাকে EPFO-র তথ্য জানাতে হতো। তবে এবার নতুন অর্থবর্ষ থেকে এটা করতে হবে না। স্বয়ংক্রিয় পদ্ধতিতে পুরো প্রক্রিয়াটি নিজে থেকেই হয়ে যাবে।

আরও পড়ুন- SBI New Charges: SBI-এর কার্ড ব্যবহার করছেন? ১ এপ্রিল থেকে চার্জ বেড়ে কোথায় পৌঁছোচ্ছে জানেন?

বিমা ক্ষেত্রের নিয়ম বদল:

নতুন অর্থবর্ষ ২০২৪-২৫ থেকে বিমার সারেন্ডার চার্জ কমে যাচ্ছে। এক্ষেত্রে বিমা গ্রাহক যত পরে তাঁর বিমাটি সারেন্ডার করবেন তত বেশি তিনি সারেন্ডার ভ্যালু পেতে পারেন।

NPS লগ-ইন-এর ক্ষেত্রে টু ফ্যাক্টর আইডেন্টিফিকেশন:

নতুন অর্থবর্ষ থেকে PFRDA অর্থাৎ পেনশন ফান্ড নিয়ন্ত্রক সংস্থা NPS-এ লগ ইনের ক্ষেত্রে টু ফ্যাক্টর আইডেন্টিফিকেশন সিস্টেম আনতে চলেছে। নতুন নিয়মে আইডি, পাসওয়ার্ডের পাশাপাশি ব্যবহারকীদের এবার থেকে দিতে হবে আধারের (AADHAR) তথ্য। যে ফোন নম্বরের সঙ্গে আধার লিংক করা আছে সেটিতে যাবে OTP। সেই ওটিপি বসালেই লগ ইন করতে পারবেন NPS-এ।

আরও পড়ুন- Dilip Ghosh: দুরন্ত দিলীপ! মাঠে নেমেই হাঁকালেন চার-ছক্কা! ‘রাফ অ্যান্ড টাফ’ মেজাজে যা বললেন…

FASTag-এ KYC না করালেই বিপদ!

আগেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ অর্থাৎ NHAI, FASTag অ্যাকাউন্টে KYC আপডেট করাতে বলেছিল। সেই মতো যাঁরা এখনও KYC আপডেট করাননি, তাঁদের অ্যাকাউন্টটি আগামী ১ এপ্রিল ২০২৪-এর পর নিষ্ক্রিয় হয়ে যাবে। সেক্ষেত্রে টোল ট্যাক্স দিতে পারবেন না।

EPFO NPS FASTag
Advertisment