Advertisment

আগের চেয়ে অনেক কম সময়ে পৌঁছোন দিঘায়, স্বপ্নের রুট কবে, কোথা থেকে চালু?

অপূর্ব সুন্দর দিঘা এবার আরও কম সময়ে, নামমাত্র খরচে....

author-image
IE Bangla Web Desk
New Update
rom Howrahs Amata Jaipur to Digha in less time at just rupees 116 , আগের চেয়ে অনেক কম সময়ে পৌঁছোন দিঘায়, স্বপ্নের রুট কবে, কোথা থেকে চালু?

Digha-Tourism: মন জুড়ানো সমুদ্রের শোভা। (ফাইল ছবি)

সপ্তাহান্তে হোক বা পড়ে পাওয়া চোদ্দ আনা দিন দু-তিনেকের ছুটিতে বেড়াতে যাওয়া মানেই দিঘা। হাতের কাছে এই সমুদ্রনগরীতে গেলেই বাঙালির প্রাণজুড়োয়। শুধু বাংলার বাসিন্দারাই নন, এখন তো আশপাশের রাজ্য থেকেও বাংলার 'গোয়া'তে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। এবার আরও এক নতুন রুটের সূচনা হল দিঘা যাওয়ার জন্য।

Advertisment

সড়ক পথ বা রেল, দিঘা যেতে হলে হাওড়ার উপর দিয়েই যেতে হয়। কলকাতা বা হাওড়া থেকে আসা বসা সাঁতরাগাছি থেকে অথবা উলুবেড়িয়া বাগনান হয়ে দিঘা যায়। রেলেও তাই। কিন্তু, এই পথে দিঘা গ্রামীণ হাওড়ার একাংশের কাছে বেশ দুর্গম হচ্ছিল। ঘুর পথে যেতে হত বাঙালির 'সি ডেস্টিনেশন'-এ। দাবি উঠেছিল গ্রামীণ হাওড়া থেকে দিঘাগামী রুটের।

বহুদিনের সেই দাবি এবার পূরণ হল। এবার হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্র থেকে নতুন বাস রুটে আরও কম সময়ে পৌঁছোন যাবে দিঘায়। আমতার জয়পুর থেকে সরাসরি দিঘা পৌঁছে যাবে বাস। আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে এই নয়া রুটে বাস ছুটবে।

কখন কোথা থেকে বাস ছাড়বে?

আমতা-দিঘা রুটের বাস জয়পুর থেকে প্রতিদিন সকাল সাড়ে ৬টায় দিঘার উদ্দেশ্যে রওনা হবে। আবার ওই বাসই দিঘা থেকে ফেতের জন্য ছাড়বে প্রতিদিন বিকাল ৪টেতে।

কোন রুটে চলবে?

মতার জয়পুর হয়ে শেয়াগড় মোড়, বেতাই মোড়, খোরোপ হাটতলা, গাজীপুর বাজার, নারিট বাজার, চক শ্রীরামপুর, বাইনান, খাজুট্টি, হিজালক মোড়, বাগনান, কোলাঘাট হয়ে দিঘা পৌঁছবে বাস।

ভাড়া কত?

জয়পুর থেকে দিঘা যেতে বাস খরচ লাগবে মাত্র ১১৬ টাকা। ঘুরপথ না হওয়ায় সময়ও লাগবে অনেক কম।

আরও পড়ুন- হৃদয় জুড়নো পরিবেশ! তাকলাগানো শোভা! শীত যাপনের সেরা ঠিকানা উত্তরবঙ্গের এই পাহাড়ি গ্রাম

Digha Tourism Howrah Digha
Advertisment