Advertisment

RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে ফুরফুরা শরিফ, কী বললেন নওশাদ?

RG Kar Incident: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এখনও উত্তাল পরিস্থিতি বাংলা জুড়ে। তিলোত্তমার নৃশংস পরিণতির বিচারের দাবিতে প্রতিদিন পথে নেমে সুর চড়াচ্ছে বিভিন্ন সংগঠন। মহিলাদের সুরক্ষার দাবি দিন দিন আরও জোরালো হচ্ছ। এই আবহে সুপ্রিম কোর্টের নির্দেশে আজ থেকেই আরজি করে মোতায়েন কেন্দ্রীয় বাহিবনীর জওয়ানরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Nawsad Siddiques challenge to beat Abhishek Banerjee at Diamond Harbour

Nawsad Siddique: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

RG Kar Protest-Furfura Sharif: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে ফুরফুরা শরিফ। 'অভয়া'র হত্যাকারীদের শাস্তির দাবিতে পথে নেমে সুর চড়ালেন ফুরফুরা শরিফের পীরজাদারা। ফুরফুরা শরিফের উদ্যোগে হওয়া এই প্রতিবাদ মিছিলে সামিল ছিলেন এলাকার বহু পুরুষ ও মহিলারাও। মিছিলে নওশাদ সিদ্দিকী-সহ ফুরফুরার অন্য পীরজাদাদের হাঁটতে দেখা গিয়েছে।

Advertisment

আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের পর দুই সপ্তাহ পার হয়ে গিয়েছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ তো বটেই দেশের বিভিন্ন প্রান্ত গর্জে উঠেছে। প্রতিবাদের আগুনে ঢেউ আছড়ে পড়েছে বাইরের দেশগুলিতেও। বিদেশে থাকা বহু প্রবাসী ভারতীয় আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তরুণী চিকিৎসকের নৃশংস এই পরিণতি নিয়ে ক্ষোভের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা।

আরজি করের ঘটনা নিয়ে ফি দিন প্রতিবাদে পথে নেমে সুর চড়াচ্ছে বিভিন্ন সংগঠন। এবার আরজি কর নিয়ে প্রতিবাদে গর্জে উঠল ফুরফুরা শরীফ। ফুরফুরা শরিফের পীরজাদারা আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটলেন। ফুরফুরার উজলপুকুর মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়, ফুরফুরা শরিফের তালতলা হাটে শেষ হয় মিছিল। মিছিলে থাকা নওশাদ সিদ্দিকী 'তিলোত্তমা'র খুনিদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। তাঁর কথায়," তিলোত্তমার দেহ দাহ করতে কেন এত তৎপরতা দেখানো হল? আমরা কোন রাজ্যে বাস করছি!"

আরও পড়ুন- RG Kar Medical College & Hospital: সুপ্রিম নির্দেশ! আজ থেকেই আরজি করের ভার আধাসেনার

আরও পড়ুন- RG Kar Incident: আরজি কর কাণ্ডে উত্তাল দেশ, সরানো হল অধ্যক্ষ সহ চার শীর্ষ আধিকারিককে

এদিকে, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুরক্ষায় আজ থেকেই মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে সুপ্রিম কোর্টের নির্দেশে মোতায়েন CISF। হাসপাতালের বিভিন্ন গেটে সুরক্ষার দায়িত্বে আধাসেনা। তবে হাসপাতালের বাইরের চত্বরে আইনশৃঙ্খলার পরিস্থিতির দেখভালে রয়েছেন কলকাতা পুলিশের কর্মীরা।

RG Kar Medical College Furfura Shariff Nawazuddin Siddiqui
Advertisment