Ganesh Chaturthi 2025: এটাই ভারতের সবচেয়ে 'ধনী গনেশ', বিমার কভারেজ কয়েকশো কোটি!

Ganesh Chaturthi 2025: মুম্বইয়ের পাশাপাশি দেশজুড়ে সাড়ম্বরে পালত হচ্ছে গণেশ চতুর্থী। উৎসবের আনন্দে মাতোয়ারা দেশবাসী! বিশেষ এই শুভক্ষণ উপলক্ষ্যে নজরে দেশের খ্যাতনামা সব পুজোগুলি।

Ganesh Chaturthi 2025: মুম্বইয়ের পাশাপাশি দেশজুড়ে সাড়ম্বরে পালত হচ্ছে গণেশ চতুর্থী। উৎসবের আনন্দে মাতোয়ারা দেশবাসী! বিশেষ এই শুভক্ষণ উপলক্ষ্যে নজরে দেশের খ্যাতনামা সব পুজোগুলি।

author-image
IE Bangla Web Desk
New Update
Ganesh Chaturthi 2025: This is India's richest Ganesha, insurance coverage worth hundreds of crores!

এটাই ভারতের সবচেয়ে ধনী গনেশ, বিমার কভারেজ কয়েকশো কোটি!

Ganesh Chaturthi 2025: মুম্বইয়ের পাশাপাশি দেশজুড়ে সাড়ম্বরে পালত হচ্ছে গণেশ চতুর্থী। উৎসবের আনন্দে মাতোয়ারা দেশবাসী! বিশেষ এই শুভক্ষণ উপলক্ষ্যে নজরে দেশের খ্যাতনামা সব পুজোগুলি। তবে এবারের গনেশ চতুর্থীর সেরা আকর্ষণ মুম্বইয়ের (GSB) সেবা মণ্ডলের পুজো। জানা গিয়েছে পুজো উপলক্ষ্যে এবার মোট ৪৭৪.৪৬ কোটি টাকার বিমা সুরক্ষা মিলেছে এই পুজো কমিটির। গত বছর যেখানে বিমার পরিমাণ ছিল ৪০০.৫৮ কোটি টাকা, সেখানে এ বার তা আরও বেড়েছে।

Advertisment

আরও পড়ুন- লেবু দিয়ে তৈরি গনেশ মূর্তিতে আত্মনির্ভর ভারতের বার্তা! সুদর্শন পট্টনায়কের অনন্য শিল্পভাবনা কুর্নিশ দেশবাসীর

২৭ আগস্ট গণেশ চতুর্থীর পূণ্যতিথি উপলক্ষ্যে শুরু এই উৎসব, যা চলবে টানা পাঁচ দিন। মুম্বইয়ের কিং সার্কেল-সিওনে আয়োজিত এই পুজোতে প্রতি বছর ভক্তদের ঢল নামে। কমিটির চেয়ারম্যান অমিত পাই জানিয়েছেন, এই মূর্তি সাজানো থাকে ৬৯ কেজিরও বেশি সোনার অলঙ্কার, ৩৩৬ কেজিরও বেশি রূপো এবং ভক্তদের দেওয়া নানা মূল্যবান গয়না দিয়ে। দেশের সবচেয়ে 'ধনী গণেশ' হিসেবে পরিচিত এই পুজো এবার তাদের ৭১তম বর্ষপূর্তি উদযাপনে মেতে উঠেছে।

Advertisment

বিমা কভারেজের মধ্যে রয়েছে— প্রায় ৬৭.০৩ কোটি টাকা সোনা, রূপো ও অন্যান্য গহনার জন্য। পাশাপাশি, স্বেচ্ছাসেবক, রাঁধুনি, পুরোহিত, জুতো রাখার কর্মী, নিরাপত্তারক্ষীদের জন্য ৩৭৫ কোটি টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বিমা। এছাড়া, প্যান্ডেল, স্টেডিয়াম ও দর্শনার্থীদের জন্য ৩০ কোটি টাকার বিমা। মণ্ডপে থাকা আসবাব, ডিজিটাল সামগ্রী ও অন্যান্য উপকরণের জন্যও রয়েছে বিশেষ অগ্নি ও বিপর্যয় বিমা।

আরও পড়ুন-গণেশ চতুর্থীতে প্রিয়জনকে এই বার্তায় জানান শুভেচ্ছা, মনে রাখবে চিরকাল

অমিত পাই আরও জানান, প্রতিবছর এই পুজো সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ায়। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বহু মানুষকে তাদের লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করছে, যা সমাজ গঠনে রেখেছে এক উল্লেখযোগ্য অবদান।

Ganesh Chaturthi