গ্রেফতার তৃণমূল নেতা, নারী নিগ্রহের অভিযোগ

এ ঘটনায় আরও দুই অভিযুক্ত পলাতক। ইতিমধ্যেই পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় আরও দুই অভিযুক্ত পলাতক। ইতিমধ্যেই পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
gangarampur, গঙ্গারামপুর, gangarampur news, গঙ্গারামপুরের খবর, gangarampur latest news, গঙ্গারামপুরের খবর, woman allegedly beaten, মহিলাকে মারধর, tmc leader arrested, তৃণমূল নেতা গ্রেফতার, তৃণমূলের উপপ্রধান গ্রেফতার, west bengal news, পশ্চিমবঙ্গের খবর

তৃণমূলের উপপ্রধান গ্রেফতার।

মহিলাকে নির্মমভাবে নিগ্রহের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার করা হল তৃণমূলের উপপ্রধানকে। গঙ্গারামপুরে মহিলাকে নিগ্রহের অভিযোগে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমল সরকারকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। গঙ্গারামপুরের রতনপুর এলাকা থেকে অমলকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। আজই ধৃতকে আদালতে পেশ। এ ঘটনায় আরও দুই অভিযুক্ত পলাতক। ইতিমধ্যেই পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisment

আরও পড়ুন: বিদায় নিল শীত? টানা তিনদিন বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

এ প্রসঙ্গে গঙ্গারামপুর মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াং জেন ভুটিয়া জানান, আজ গোপন সূত্রে খবর পেয়ে মূল অভিযুক্ত নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমল সরকারকে রতনপুর থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বামনগোলা হয়ে হরিশ্চন্দ্রপুর যাচ্ছিলেন। সেই সময় রতনপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় বাকি দু'জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

gangarampur, গঙ্গারামপুর, gangarampur news, গঙ্গারামপুরের খবর, gangarampur latest news, গঙ্গারামপুরের খবর, woman allegedly beaten, মহিলাকে মারধর, tmc leader arrested, তৃণমূল নেতা গ্রেফতার, তৃণমূলের উপপ্রধান গ্রেফতার, west bengal news, পশ্চিমবঙ্গের খবর গ্রেফতার তৃণমূলের উপপ্রধান। ছবি: কৌশিক সেন।

Advertisment

আরও পড়ুন: বাবা-মায়ের সঙ্গে গেলেই রেস্তোরাঁয় ২০% ছাড়!

অন্যদিকে, মহিলাকে মারধরের অভিযোগে দল থেকে সাসপেন্ড করা হয়েছে ওই উপপ্রধানকে। প্রহৃত মহিলা তাদের দলের সমর্থক বলে দাবি বিজেপির। এই ঘটনাকে তুলে ধরে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে জোড়া ফুল শিবিরকে আক্রমণ করতে আসরে নামে জেলা বিজেপি নেতৃত্ব। আক্রান্তের অভিযোগ, তাঁর জমি দখল করে রাস্তা নির্মাণ চলছিল। তার প্রতিবাদ করেছিলেন তিনি। এরপরই নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমল সরকার ও তাঁর দলবল মহিলার পা বেঁধে মারতে শুরু করেন। ওই অবস্থাতেই তাঁকে বেশ কয়েক মিটার টেনে নিয়ে যাওয়া হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
West Bengal