/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/gangasagar-ganga-jal.png)
গঙ্গাসাগর।
ডাক বিভাগের নজরকাড়া উদ্যোগ। গঙ্গাসাগরের পবিত্র জল এবার দেশের কোনায় কোনায় পৌঁছে দেবে ভারতীয় ডাক বিভাগ। এরাজ্যেও পোস্ট অফিসগুলি থেকে গঙ্গাসাগরের পবিত্র গঙ্গা জল পেয়ে যাবেন ভক্তরা। পশ্চিমবঙ্গের সব হেড পোস্ট অফিস থেকে সংগ্রহ করা যাবে পবিত্র এই জল।
ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরের পবিত্র গঙ্গা জল এবার পৌঁছে যাবে সমগ্ৰ ভারতবর্ষের আম জনতার কাছে। প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের সমস্ত হেড পোষ্ট অফিস থেকে সংগ্ৰহ করা যাবে এই গঙ্গাসাগরের পবিত্র জল।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/ganga-jal.jpg)
আরও পড়ুন- বাংলা মাধ্যমের পড়ুয়াদের লরেটোয় ‘নো-এন্ট্রি’, বেনজির নিন্দায় কী পদক্ষেপ কলেজের?
২৫০ মিলিলিটার গঙ্গা জল মাত্র ৩০ টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসেও গঙ্গাসাগরের পবিত্র জল সংগ্রহের সুযোগ মিলবে। পোর্ট ব্লেয়ারের পোস্ট অফিস থেকে সংগ্রহ করা যাবে গঙ্গা জল। তবে গঙ্গা জল দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ এর আগেও নিয়েছে ভারতীয় ডাক বিভাগ।
ডাক বিভাগের তরফে এর আগে গঙ্গোত্রীর গঙ্গা জল পুন্যার্থীদের কাছে পৌঁছে দেওয়া শুরু হয়েছিল। ডাক বিভাগের সেই প্রয়াস বেশ প্রশংসিতও হয়েছিল। এবার পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরের গঙ্গা জল দেশজুড়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল ভারতীয় ডাক বিভাগ।