নামেই আষাঢ়, মেজাজ বৈশাখের মতো। ভরা বর্ষাতেও বৃষ্টি কই? হাপহিত্যেশ করে বৃষ্টির পথ চেয়ে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল দশা। তবে কি এই বর্ষায় আর ভারী বৃষ্টির মুখ দেখবে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গ? এখনই অবশ্য তেমন কোনও আশঙ্কার কথা শোনাল না আলিপুর আবহাওয়া দফতর।
দিন কয়েকের বৃষ্টিতে বেশ কিছুটা নেমে গিয়েছিল তাপমাত্রা। তবে ওটুকুই। তারপর থেকে লাগাতার বাড়ছে গরম। ফি সকালে সূর্যের প্রখর তেজে কালঘাম ছুটছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার বাসিন্দাদের। এই পরিস্থিতি থেকে এখনই মুক্তি নেই বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দিন চারেক ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে করছে হাওয়া অফিস।
আরও পড়ুন- ভোটের মুখে চরম পরিণতি সিপিএম প্রার্থীর, মাথায় আকাশ ভেঙে পড়ল পরিবারের!
তবে ভারী বৃষ্টি না হলেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। তবে সেই বৃষ্টিতে অস্বস্তিকর গুমোট ভাবের হেরফের হবে না। আগামী কয়েকদিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত এই অস্বস্তি বজায় থাকবে। কোনও কোনও জেলায় এই পরিস্থিতি আরও বাড়তে পারে।
আরও পড়ুন- ‘খেলায় যেই জিতুক ট্রফি ঘরেই থাকবে’,পঞ্চায়েতে ‘ঐতিহাসিক লড়াই’ দেখার অপেক্ষায় বাংলা!
দক্ষিণবঙ্গে আপাতত বরুণদেব হাত তুলে নিলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি চলছে। উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি চলবেও। উপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং-সহ কোচবিহার, জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর আপাতত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে বর্ষার বৃষ্টি।