Advertisment

গনগনে রোদ নাকি তুলকালাম বৃষ্টি? ভোটের দিনের আবহাওয়া নিয়ে তুফানি আপডেট!

আগামী শনিবার পঞ্চায়েত ভোটের দিনের আবহাওয়া নিয়ে রইল বিরাট আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
get weather updates on panchayat polling day 2023

পঞ্চায়েত ভোটের দিনের আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট।

আর মাত্র ২ দিনের মাথায় রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। ভোটের দিনের আবহাওয়া নিয়ে রইল বিরাট আপডেট। আগামী শনিবার পঞ্চায়েত ভোটের দিনে মোটের উপর রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির হলেও অস্বস্তিকর গরম থেকে মিলবে না রেহাই।

Advertisment

কেমন থাকবে ভোটের দিনের আবহাওয়া? রাজনৈতিক দলগুলির নেতারা এব্যাপারে আগে থেকেই খোঁজ-খবর শুরু করে দিয়েছেন। ওই দিন একদিকে যেমন গনগনে রোদ থাকলেও মুশকিল, তেমনই মুষলধারে বৃষ্টিতেও রক্ষে নেই। দুই পরিস্থিতিতেই ভোটের লাইনে ভাঁটার আশঙ্কা সব দলের নেতাদের। তবে বুধবার পর্যন্তও শনিবারের আবহাওয়ায় বিরাট কোনও বদল দেখছে না আবহাওয়া দফতর।

আরও পড়ুন- ‘এত প্রমাণ সত্ত্বেও ছাড়ল কেন?’ সায়নীর গরহাজিরায় বিরক্ত শুভেন্দুর মারাত্মক অভিযোগ

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী শনিবার পঞ্চায়েত ভোটের দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পার্বত্য অঞ্চলের দুই জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ওই দিন বৃষ্টি হবে।

আরও পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিধায়ক নওশাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তরুণীর! থানায় এফআইআর

উল্টোদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী শনিবার ভোটের দিনে বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে বৃষ্টি হলেও মিলবে না ভ্যাপসা গরম থেকে রেহাই। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

panchayat election West Bengal Weather Forecast panchayat election 2023
Advertisment