/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/malda.jpg)
প্রতীকী ছবি
বুধবার সকালে তুলকালাম মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের উৎসবটোলা এলাকায়। জালে ওঠা প্রাণীটিকে দেখেই ছুট লাগাচ্ছেন ৮ থেকে ৮০। কেন? কী এমন উঠেছে মাঝিদের জালে? শেষে জানা গেল, মাঝিদের জালে ধরা পড়েছে একটা ঘড়িয়ালের বাচ্চা।
এরপর মাঝিরা ওই ঘড়িয়ালের বাচ্চাকে গঙ্গা নদী থেকে নিজেদের উৎসবটোলা গ্রামে নিয়ে আসে। খবর দেওয়া হয় বন দফতরে। পরে বনদফতরের কর্মীরা এসে ঘড়িয়ালটিকে উদ্ধার করে নিয়ে যায়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/ghorial-1.jpg)
উৎসবটোলা এলাকার মাঝি তুফান চৌধুরী জানিয়েছেন, এদিন ভোরে তিনি মথুরাপুরের গঙ্গা নদীতে নৌকায় করে জাল ফেলে মাছ ধরছিলেন। সেই সময় তার জালেই একটি বাচ্চা ঘড়িয়াল আটকে পড়ে। তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কোনওরকমে জালে পেঁচানো ওই ঘড়িয়ালটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় গ্রামে।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, এই ধরণের ঘড়িয়াল বর্ষার মরশুমে মাঝেমধ্যেই মালদার ফুলাহার এবং গঙ্গা নদীতে দেখা যায়। অনেক সময় ঘড়িয়ালের দল প্রজনন ঘটাতে এবং খাবারের খোঁজে এইসব এলাকায় নদীতে চলে আসে। আপাতত ওই ঘড়িয়ালটিকে উদ্ধারের পর তার শারীরিক পরীক্ষা করে ফের নদীতে ছেড়ে দেওয়া হবে।