Advertisment

Dev Resignation: হইচই ফেলে দিলেন দেব! মমতা সরকারের ৩টি কমিটি থেকে পদত্যাগ তৃণমূল সাংসদের

TMC MP Resignation: লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকমাস বাকি রয়েছে। তার আগে হঠাৎ করে তৃণমূলের এই তারকা সাংসদের পদত্যাগ জল্পনা রাজ্য রাজনীতির জল ঘোলা করেছে। সরকারি তিনটি কমিটির পদ থেকে দেব ইস্তফা দিয়েছেন বলে জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চর্চাও বেড়ে চলেছে। তবে কি দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন দেব? যদিও দেব নিজে কিংবা শাসকদলের কোনও নেতা দেবের এই 'পদত্যাগ' ইস্যুতে এখনও পর্যন্ত সরাসরি কোনও মন্তব্য করেননি।

author-image
IE Bangla Web Desk
New Update
Ed summoned ghatal tmc mp dev

Dev: তৃণমূল সাংসদ দেব।

TMC MP Dev Resignation: লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) মুখে এবার তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন দেব (Dev)? উত্তরটা স্পষ্ট না বলেও সূত্রের খবরে তুমুল চর্চা শুরু হয়ে গিয়েছে। সরকারি তিনটি পদ থেকে তৃণমূলের এই তারকা সাংসদ (TMC Mp) দেব ইস্তফা দিয়েছেন বলে জোর গুঞ্জন। যদিও তৃণমূলের (TMC) তরফে কিংবা দেব নিজেও বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি।

Advertisment

সূত্রের খবর, ঘাটাল (Ghatal) রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালের রোগী কল্যণ সমিতির চেয়ারম্যান ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ ছেড়েছেন অভিনেতা-সাংসদ দেব। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সরকারি আধিকারিকের কাছে পদত্যাগপত্র তিনি পাঠিয়েও দিয়েছেন বলে সূত্রের খবর।

লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকমাস বাকি রয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্র থেকে পরপর দু'বার জোড়াফুলের প্রতীকে জয়ী হয়েছেন সুপারস্টার দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অত্যন্ত কাছের সাংসদদের মধ্যে দেব অন্যতম। বিভিন্ন অনুষ্ঠান-দলীয় কর্মসূচিতে প্রায়শই তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেবকে দেখা যায়। সম্প্রতি কালীঘাটের বাড়িতে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকেও দেবের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছেলি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তারই মাত্র কিছুদিনের মধ্যে এমন কী ঘটল?

আরও পড়ুন- Income from Farming: বাড়িতেই কারবার, কম খরচে দ্রুত বিপুল আয়, বেকারদের বিরাট দিশা দেখাচ্ছেন দম্পতি

ঘাটালের অন্দরে কান পাতলে অবশ্য শোনা যায় গুঞ্জন। এলাকার প্রাক্তন বিধায়ক শংকর দোলুইয়ের সঙ্গে দেবের সম্পর্ক বিশেষ মধুর নয়। একাধিকবার সংবাদমাধ্যমে দেবকে নিয়ে বলতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও শোনা গিয়েছে শংকর দোলুইের মুখে। যদিও সেভাবে তাঁকে পাল্টা জবাব দেননি তৃণমূল সাংসদ দেব।

এদিকে, তৃণমূলের এক বর্ষীয়ান নেতা বলেছেন, “এটা সত্য যে তিনি ইচ্ছের বিরুদ্ধে রাজনীতিতে আসেন ও সাংসদ হন। তিনি ব্যস্ত মানুষ হলেও নির্বাচনী এলাকার জন্য সময় বের করেন। এই আসন থেকে তিনি দু'বার জয়ী হয়েছেন। তাঁর মনে কী আছে তা তিনিই বলতে পারবেন।”

আরও পড়ুন- Muri Ganga River: মুড়িগঙ্গা নদীতে আশ্চর্য কাণ্ড! প্রকাণ্ড এই জীব জল থেকে উঠতেই চোখ ছানাবড়া!

ঘাটালের বর্তমান বিজেপি বিধায়ক (BJP Mla) শীতল কপাট এপ্রসঙ্গে বলেন, “তিনি অনেক পদে ছিলেন। হয়তো তিনি ব্যর্থ হয়েছেন। লোকসভা ভোটের আগে হয়তো লোকে তাঁকে তাঁর ব্যর্থতার জন্য প্রশ্ন করবে। হয়তো তিনি এতগুলো পদের ভার বহন করতে পারতেন না।”

তবে এবার লোকসভা ভোটের মাত্র কয়েকমাস আগে দেবের এমন 'পদত্যাগ' সিদ্ধান্ত জলঘোলা করেছে। তবে কি দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন এই টলিউড (Tollywood) স্টার? দেব নিজে কিংবা তৃণমূলের তরফে বিষয়টি খোলসা করা হয়নি। শাসকদলের কোনও নেতাই এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেবের পদত্যাগ প্রসঙ্গে কিছু জানাননি।

tmc Dev Ghatal TMC MP
Advertisment