scorecardresearch

সাংসদ বিধায়ক দ্বৈরথ তুঙ্গে, হিরণকে বন্ধু বলেও দেবের দাবি ‘ওকে সিবিআইয়ের ডাকা উচিত’

হিরণের রাজনীতিতে তাঁর সায় নেই, সাফ জানালেন দেব।

ghatal tmc mp dev reacts on bjp mla hirans attack
হিরণ দেব তরজা।

সাংসদ হলেও ঘাটালে দেখা মেলে না দেবের। সম্প্রতি বিজেপির খড়গপুরের বিধায়ক হিরণের এই অভিযোগ ঘিরেই তোলপাড় শুরু হয়। যার রেশ বাড়িয়ে দেয় তৃণমূল সাংসদ দেবকে নিয়ে বিজেপির পোস্টার। যেখানে লেখা, ‘হিরনের খোঁচা খেয়ে মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব।’ যা নিয়ে মঙ্গলবার ঘাটালে দাঁড়িয়ে মুখ খুললেন অভিনেতা তথা তৃণমূলের ঘাটালের সাংসদ দেব।

কালীপুজোর উদ্বোধনী মঞ্চে হিরণ দাবি করছিলেন যে, ‘এখানে ঘাটালের মানুষ ডুবে যাচ্ছে, আর দেব মালদ্বীপে গিয়ে ছুটি কাটাচ্ছেন! ভোটের আগে আসব। ভোটের পর কলকাতার ফ্ল্যাটে থাকব। সাংসদ হিসেবে মাইনে নেব, ঘাটালে কাজের জন্য কাটমানি খাব। আর গরুচোর এনামূলের টাকায় সিনেমা বানাব।’

হিরণের মন্তব্যের পরই দেবকে নিশানা করে পদ্ম বাহিনী। এ দিন দেবের ঘাটাল সফরের আগে বিজেপির তরফে শহরজুড়ে কটাক্ষ পোস্টার দেওয়া হয়। সেখানে লেখা হয়েছে, ‘হিরনের খোঁচা খেয়ে মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব।’ পোস্টার লাগাতে দেখা যায় খোদ ঘাটালের বিধায়ক শীতল কপাটকে।

এরপরই দুপুরে ঘাটালে হাজির হন সাংসদ দেব। ওঠে তাঁর বিরুদ্ধে হিরণের করা অভিযোগ ও বিজেপির কটাক্ষ পোস্টার কথা। জবাবে দেব বলেন, ‘হিরণ আমার ভাল বন্ধু। কেন ও এরকম বলল আমি সত্যিই জানি না। ও যখন বিধায়ক হল তখন আমি মেসেজ করে শুভেচ্ছা জানিয়েছিলাম। আমার এ নিয়ে কিছু বলার নেই।’

বিধায়কের অভিযোগ সাংসদ এলাকায় আসেন না। এই প্রসঙ্গে দেবের উত্তর, ‘সত্যিই তো আমি ব্যস্ত। সাংসদ হয়েও আমার কাজের অভাব নেই। ব্যাস্ত থাকি। রোজ আসা তাই সম্ভব নয়।’

‘বন্ধু’ হিরণের মতো দলকে বড় করতে গিয়ে ব্যক্তি আক্রমণের রাজনীতিতে তিনি বিশ্বাসী নন বলেও জানিয়েছেন দেব। বলেছেন, ‘আমি দলকে বড় করতে গিয়ে ব্যক্তিকে আক্রমণ করে ছোট করাতে বিশ্বাস করি না। হিরণকে শুধু বলার আমাকে আক্রমণ না করে ঘাটালের উন্য়ে কাজ করতে হবে। রাজনীতি মানে কয়েকটা গরম কথা বলে দিলাম আর মানুষকে লাঠানাঠিতে উস্কে দিলাম এটা হতে পারে না। আমার কাছে রাজনীতি মানে হল মানুষকে শান্তিতে রাখা।’

হিরণের অভিযোগ, গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামুলের হকের কাছ থেকে কাটমানি নিয়ে সিনেমা করেছে দেব। জবাবে দেব বলেছেন, ‘কাটমানি কী জানি না। এনামুলকে চিনি না। দেব কখনও এমন কাজ করেনি যে মাথা নত করতে হবে। কারও থেকে টাকা নিয়ে আমি ছবি করি না। আর আমাকে যেদিন ডেকেছিল আমি সেদিনই গেছি। অন্য কোনও তারিখও চাইনি। সেটা ৯ মাস হয়ে গিয়েছে। এরপর আমাকে আর ডাকেনি। ডাকলে আবার যাব। এবার সিবিআইয়ের উচিত হিরণকে ডাকা। কারণ ও আমার বিষয়ে অনেক কিছু জানে। সিবিআই মনে হয় আমার বিষয় ঠিক করে কিছু জানে না। আসলে সামনে যখন হাজার হাজার মানুষ থাকেন তখন আবেগে অনেকে অনেক কিছুই বলে থাকেন। দেব এখনও ছাতি ফুলিয়ে ঘুরে বেড়ায়। বিদেশে যখন যায় তখন নিজের টাকায় যায়।’

বিধায়কের দাবি সাংসদ বান্ধবী নিয়ে গরু পাচারকারীর অর্থে বিদেশে গিয়ে ফুর্তি করেন। যার পাল্টা দেব বলেছেন, ‘আক্রমণ করলে আমাকে করো বাড়িতে ঢোকার কোনও প্রয়োজন নেই। আমি তো কাউকে লুকিয়ে কোথাও ঘুরতে যাইনি। আমি যার সঙ্গেই যাই না কেন সম্মান নিয়ে যাচ্ছি। এছাড়া হিরণও একজন মেয়ের বাবা। ফলে সে বোঝে যে একটা মেয়েকে অপমান করা মানে শুধুমাত্র তাকেই নয়, তার বাবাকেও অপমান করা। রাজনৈতিকভাবে যদি লড়াই করতে হয় তাহলে সেটা করো। আমার বিরুদ্ধে কোনও প্রশ্ন থাকলে করো।’

দেবের প্রতিক্রিয়া নিয়ে পরে হিরণ বলেছেন, ‘আমি আপনার প্রেমিকাকে নিয়ে কিছু বলিনি। শুধু বলেছি, ঘাটাল যখন ডুবেছিল তখন দেব বান্ধবীকে নিয়ে মলদ্বীপে ছিলেন।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Ghatal tmc mp dev reacts on bjp mla hirans attack