Advertisment

সংখ্যালঘু দফতরের মন্ত্রী ছাঁটাই, সাগরদিঘির ফলের পর আরও কড়া মমতা

আপাতত কোন দফতরে গুলাম রব্বানি?

author-image
IE Bangla Web Desk
New Update
calcutta high court order cbi probe against tmc mla tapas saha , নিয়োগ কেলেঙ্কারি! আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

মমতা সরকারের অস্বস্তি?

গুলাম রাব্বানিকে সংখ্যালঘু বিষয়ক দফতর থেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এখন থেকে সংখ্যালঘু বিষয়ক দফতরের কাজ নিজেই দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুলাম রব্বানিকে আপাতত উদ্যান পালন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisment

এছাড়া এদিনের ক্যাবিনেট বৈঠকে সংখ্যালঘু উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে। যার চেরায়ম্যান কে হবেন তা বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। গঠন করা হয়েছে পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডও।

সাগরদিঘিতে পরাজয়ের পর দলের সংখ্যালঘু সেলের দায়িত্ব হাজি নুরুল ইসলামের বদলে মোশারফ হোসেনকে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। মোশারফ উত্তর দিনাজপুরের ইটাহারের তৃণমূল নেতা। এই সিদ্ধান্তের দিন কয়েকের মধ্যেই এবার সংখ্যালঘু বিষয়ক দফতর থেকে সরানো হল গোয়ালপোখরের বিধায়ক গুলাম রাব্বানিকে। এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সাগরদিঘি উপনির্বাচনে ধরাশায়ী হয়েছে তৃণমূল। মুর্শিদাবাদ থেকেই প্রচুর পরিযায়ী শ্রমিক দেশের অন্যত্র কাজ করতে যান। ফলে সংখ্য়ালঘু ভোটে ব্যাঙ্ক নিয়ে শাসক দলের অন্দরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এরপরই দলের সংখ্যালঘু সেল ও সংখ্যালঘু দফতর নিয়ে তড়িঘড়ি পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। যা আসলে সংখ্যালঘুদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা বলে মনে করা হচ্ছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, এখনও সংখ্যালঘুদের বড় অংশই মমতা ও তৃণমূলের প্রতি আস্থাশীল।

Minority Mamata Government West Bengal
Advertisment