Advertisment

মাছ না সাক্ষাৎ দৈত্য! দিঘায় হুলস্থূল কাণ্ড

নিলামে মাছের দর বাড়তে বাড়তে সর্বশেষ ওই মাছ বিক্রি হয় ২৫ হাজারে!

author-image
IE Bangla Web Desk
New Update
giant 110 kg koi vola fish digha , দীঘা ১১০ কেজির কইভোলা

এই সেই কই-ভোলা।

মোহনায় জাল ফেলতেই উঠল ১১০ কেজি ওজনের দৈত্যাকার কই-ভোলা। খবর ছড়াতেই রীতিমতো শোরগোল পড়ে যায় সৈকত নগরী দিঘায়। নিলামে মাছের দর বাড়তে বাড়তে সর্বশেষ ওই মাছ বিক্রি হয় ২৫ হাজারে!

Advertisment

বর্ষায় মোহনায় মাছের ঝাঁক। এই সময়ে লাভের আশায় নদী ও মোহনায় বেশির ভাগ সময় কাটে মৎস্যজীবীদের। সম্প্রতি বড় ট্রলারে ধরা পড়ে ওই দৈত্যাকার কই ভোলা। তবে, দিঘায় এই ধরনের মাছ খুব কম নজরে আসে। মৎস ব্যবসায়ীরা জানিয়েছেন মূলত বাংলাদেশে রফতানি হয় এই মাছ। এই মাছ বেশিরভাগ পারাদ্বীপে পাওয়া যায়।

দৈত্যাকার ওই মাছটি কিনেছেন অসীম কুণ্ডু নামে এক ব্যবসায়ী। তিনি জানিয়েছেন, কইভোলাটির ওজন ১১০ কেজি। গভীর সমুদ্রেই এই মাছ বেশি পাওয়া যায়।

Digha
Advertisment