সুন্দরবনের নদী থেকে লোকালয়ে কুমীর ঢুকে পড়ার গল্প নতুন নয়। এমন ঘটনা অহরহ শোনা যায়। তবে এবার যে ঘটল তা বোধ হয় কল্পনাও করতে পারেননি গ্রামবাসীরা। এক্ষেত্রে বনদফতরের কর্মীদের যত তারিফ করা যায় ততই যেন কম হয়। অসীম সাহসিকতার নিদারুণ নিদর্শন রাখলেন তাঁরা।
Advertisment
ঠিক কী করলেন বনকর্মীরা? যা নিয়ে এত আলোচনা…
দীর্ঘ ১৫ ফুটের এক দৈত্যাকার কুমীর উদ্ধার করেছেন বনকর্মীরা। কুমীরটির ওজন ৩০০ কেজিরও বেশি। ঘটনাটি দক্ষিণ ২৪ পরপগনার কাকদ্বীপ এলাকার। কাকদ্বীপের বন শ্যামনগর গ্রামের একটি পুকুরে কোনওভাবে ঢুকে পড়েছিল মস্ত ওই কুমীর। এলাকাবাসীরাই বিষয়টি প্রথম টের পান। তাঁরাই খবর দেন বনদফতরে। খবর পেয়ে কুমীর ধরার সব সাজসরঞ্জাম সঙ্গে নিয়ে গ্রামে হাজির হন বনকর্মীরা।
তুমুল তৎপরতায় দৈত্যাকার ওই কুমীরকে ধরতে সক্ষম হন তাঁরা। দক্ষিণ ২৪পরগনা জেলা বনবিভাগের রামগঙ্গা রেঞ্জের বনকর্মীদের তৎপরতকে কুর্ণিশ জানিয়েছেন গ্রামবাসীরাও। গ্রামের পুকুর থেকে উদ্ধারের পর কুমীরটিকে সুন্দরবনের গভীর জঙ্গেলর মাঝে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে। কুমরটির চিকিৎসা করিয়েই তাঁকে নিরাপদ জায়গায় ছাড়া হবে বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের বিভাগীয় বনাধিকারিক মিলন কান্তি মণ্ডল।