Advertisment

মৎস্যজীবীদের জালে বিশালকায় হাঙর, ওজন জানলে তাক লাগবে!

হাঙর দেখতে পর্যটক-স্থানীয়দের বিশাল ভিড়।

author-image
IE Bangla Web Desk
New Update
giant shark 200 kg weight digha, দিঘায় ২০০ কেজি ওজনের হাঙর

এই সেই হাঙর। ছবি- কৌশিক দাস

পূর্ব মেদিনীপুর জেলার দীঘা মোহনার মৎস্যজীবীদের জালে ধরা পড়লো প্রায় ২০০ কেজি ওজনের হাঙর। যাকে ঘিরে চাঞ্চল্য দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে। বিশালকায় হাঙর দেখতে ও ছবি তুলতে ভিড় জমান পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা।

Advertisment

হাঙরটির ওজন প্রায় ২০০ কেজি। জানা গিয়েছে, ২৯ হাজার টাকায় ওই হাঙরটি বিক্রি হয়েছে। কলকাতার একটি সংস্থা সেটি কিনে নেয়।

এমনিতে হাঙর বিক্রি করা নিষিদ্ধ। তার পরও কী ভাবে তা খোলা বাজারে এত দামে বিক্রি হল হাঙর? তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষেরই একাংশ।

হাঙরের দেহাংশ বিভিন্ন ওষুধ তৈরির কাজে লাগে। ভেটকির মতো সামুদ্রিক মাছের বিকল্প হিসেবেও খাবারে ব্যবহার হয়। মুখরোচক মাছের নানা পদেও হাঙর ব্যবহার হয়। ফলে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে বিক্রি হয়ে যায় ২০০ কেজ ওজনের পেল্লাই হাঙরটি।

Digha East Midnapore
Advertisment