Advertisment

সলমনের সঙ্গে মুখ্যমন্ত্রীর 'ঠুমকা', মমতাকে চাঁচাছোলা নিশানা গিরিরাজ-শুভেন্দুর, পাল্টা তৃণমূলের

বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে এই ইস্যুতে কী বললেন স্বয়ং মমতা?

author-image
IE Bangla Web Desk
New Update
Giriraj Singh Subhendu Adhikari attacks Mamata Banerjee for dancing with Salman Khan at Kolkata International film festival , ফিল্ম ফ্যাসটিভ্যালে সলমন খানের সঙ্গে নাচ নিয়ে মমতাকে আক্রমণ করলেন গিরিরাজ সিং শুভেন্দু অধিকারী

সিনেমার উৎসবে সলমন খানের সঙ্গে নাচছেন মমতা বন্দ্যোপাধ্যায় (মাঝে)।

মঙ্গলবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের ঘটা করে উদ্বোধনী হয়েছে। সেই মঞ্চে আমন্ত্রিত ছিলেন বলিউড তারকা সলমন খান। এছাড়াও এসেছিলেন সোনাক্ষী সিনহা, অনিল কাপুর, মুহেশ ভাটরা। অনুষ্ঠানের একসময় গানের তালে নাচতে দেখা যায় সলমন, সোনাক্ষীদের। তখন মঞ্চেই ছিলেন মুখ্যমন্ত্রী। খুশির আবহে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ও অতিথিদের সঙ্গে পা মেলাচ্ছেন। যা নিয়ে বুধবার মুখ্যমন্ত্রীকে চড়া সুরে আক্রমণ করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গিরিরাজ সিং।

Advertisment

দিল্লিতে সংসদ চত্বরে দাঁড়িয়ে গিরিরাজ বলেন, 'গোটা বাংলা দুর্নীতিতে জড়িত। গরিব মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী সলমনের সঙ্গে ঠুমকেতে (নাচ) মেতে রয়েছেন।'

শুধু মোদী সরকারের মন্ত্রীই নয়, একই ইস্যুতে সমালোচনায় সরব বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দ্বিতীয় নিরো' বলে কটাক্ষ করেছেন। এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, 'রোম পুড়ে যাওয়ার সময় নিরো বেহাল বাজাচ্ছিলেন! বাংলার মুখ্যমন্ত্রী হলেন নেরো ২.০। তিনি যখন নাচছেন তখন পশ্চিমবঙ্গ বিপুল আর্থিক বোঝা এবং সীমাহীন দুর্নীতির মধ্যে ঢুবে রয়েছে!!!'

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের আক্রমণকে 'কুরুচিপূর্ণ' বলে তোপ দেগেছে তৃণমূল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, 'বিজেপি মহিলাদের সম্পর্কে এ ধরনের কুরুচিপূর্ণ অশ্লীল শব্দই ব্যবহারে অভ্যস্ত। উৎসবের সময় নাচার বদলে ওনাদের মন্ত্রীরা কী করেন?'

তৃণমূলের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে-

আরও পড়ুন- বাংলার বকেয়া ইস্যুতে মোদীর মন্ত্রী গিরিরাজের পরামর্শ মানবেন? জবাব দিলেন মমতা

ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর নাচ বিতর্কে মুখ মুখ্যমন্ত্রী খুলেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দরে তিনি বলেছেন, 'আমি নাচতে পারি না। কিন্তু আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলাই ওদের উৎসাহিত করতে।' যদিও আলাদাভাবে গিরিরাজ সিংয়ের আক্রমণ নিয়ে কিছু বলেননি মমতা।

আরও পড়ুন- ভাইপোর বিয়ে, কোন ভূমিকায় পিসি মমতা?

Chandrima Bhattacharya Suvendu Adhikari KIFF 2023 salman khan Mamata Banerjee Giriraj Singh
Advertisment