Advertisment

মর্মান্তিক! বিষাক্ত এই পোকার কামড়ে প্রাণ গেল একরত্তির

পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে আরও একটি শিশু ভর্তি হাসপাতালে৷

author-image
IE Bangla Web Desk
New Update
girl child died at harishchandrapur due to wasps bite

খুদে-কন্যার আকস্মিক এই পরিণতিতে শোকে ভেঙে পড়েছে পরিবার ও এলাকাবাসী৷ ছবি: মধুমিতা দে৷

মর্মান্তিক ঘটনা মালদহের হরিশ্চন্দ্রপুরে৷ বোলতার কামড়ে মৃত্যু হল তিন বছরের শিশুকন্যার৷ গুরুতর অসুস্থ হয়ে আরও একটি শিশু ভর্তি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ শিশুর পরিবারের আরও তিনজন বোলতার কামড়ে অসুস্থ হয়ে পড়েছেন৷ তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বোলতার উৎপাতে রীতিমতো আতঙ্কে ভুগছেন হরিশ্চন্দ্রপুরের রামশিমুল গ্রামের বাসিন্দারা৷

Advertisment

হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ পঞ্চায়েতের রামশিমুল গ্রাম৷ রবিবার সন্ধেয় এই গ্রামেই বাড়ির পিছনে খেলছিল তিন বছরের ওই শিশুকন্যা। তার সঙ্গেই খেলছিল বাড়ির আরও একটি শিশু৷ ওই বাড়িরই ছাদে বাসা বেধেছিল বোলতা৷ সন্ধেয় হঠাৎ এক-ঝাঁক বোলতা নেমে আসে নীচে৷ আচমকা শিশু দুটির সামনে এসে তাদের কামড়াতে শুরু করে বোলতার পাল৷ দুটি শিশুকেই পরপর বেশ কয়েকটি বোলতা কামড়ে দেয়৷ বোলতার কামড়ের পরেই প্রচণ্ড যন্ত্রণায় শিশু দুটি প্রবল চিৎকার জুড়ে দেয়৷ বাড়ির বাচ্চাদের চিৎকার শুনে দৌড়ে আসেন পরিবারের বাকিরা৷ তাঁদের মধ্যে তিনজনকে কামড়ে দেয় বোলতার দল৷

আরও পড়ুন- ফের ডিগবাজি দিলীপের, এবার রাজ্য ভাঙার বিপক্ষে সওয়াল

এদিকে, বোলতার কামড়ে রীতিমতো অসুস্থ হয়ে পড়ে শিশু দুটি৷ অসুস্থ বোধ করতে থাকেন বাড়ির অপর তিন সদস্যও৷ তড়িঘড়ি দুটি শিশুকে নিয়ে যাওয়া হয় চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে৷ তবে দুটি শিশুর শারীরিক পরিস্থিতি সংকটজনক হওয়ায় তাদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসকরা৷ রবিবার রাতেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অসুস্থ দুই শিশুকে নিয়ে যান পরিবারের সদস্যরা৷

হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিন বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে৷ অন্যদিকে, বোলতার কামড়ে অসুস্থ আরও তিনজনের চিকিৎসা চলছে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে৷ বোলতার কামড়ে শিশু-মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য ও এলাকাবাসী৷ শোকে ভেঙে পড়েছেন তাঁরা৷ শিশুটির বাড়িতে নিকটাত্মীয় ও প্রতিবেশীদের উপচে পড়া ভিড়৷ শোকে বিহ্বল গোটা গ্রাম৷ একরত্তি শিশুর এমন মর্মান্তিক পরিণতিতে বাকরুদ্ধ তার বাবা-মা ও অন্য আত্মীয়রা৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Maldah Child Infection
Advertisment