Gold Price Today: তুমুল চাহিদাতে সোনার দাম বাড়ল না কমল? জানুন দিল্লি, মুম্বই এবং কলকাতায় আজ হলুদ ধাতুর দর

Gold Price Today: সারা দেশে প্রতিদিন পরিবর্তন হচ্ছে সোনা ও রুপোর দাম। উৎসবের মরসুমে রেকর্ড গড়ার পর কিছুটা হলেও কমেছে সোনার দাম। তবে আজ ৩ নভেম্বর গতকালের তুলনায় কিছুটা বেড়েছে সোনার দর।

Gold Price Today: সারা দেশে প্রতিদিন পরিবর্তন হচ্ছে সোনা ও রুপোর দাম। উৎসবের মরসুমে রেকর্ড গড়ার পর কিছুটা হলেও কমেছে সোনার দাম। তবে আজ ৩ নভেম্বর গতকালের তুলনায় কিছুটা বেড়েছে সোনার দর।

author-image
IE Bangla Web Desk
New Update
Silver bars and coins with festive Diwali lights in the background — Silver Rate Today India 14 October 2025: সোনা-রূপার দাম জেনে নিন।

Gold and Silver: সোনা-রূপার দাম জেনে নিন।

আজ ৩ নভেম্বর সোনার দাম বেড়েছে। মুম্বইতে, ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,২৩,১৭০ টাকা, যেখানে ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামের দাম  ১,১২,৯০০ টাকা। 

Advertisment

আরও পড়ুন- FD-তে ৭.৫% পর্যন্ত সুদ, কোন ব্যাঙ্কে বিনিয়োগে হবেন মালামাল?

সারা দেশে প্রতিদিন পরিবর্তন হচ্ছে সোনা ও রুপোর দাম। উৎসবের মরসুমে রেকর্ড গড়ার পর কিছুটা হলেও কমেছে সোনার দাম। তবে আজ ৩ নভেম্বর গতকালের তুলনায় কিছুটা বেড়েছে সোনার দর।

আজ ৩ তারিখ সকালে রাজধানী দিল্লিসহ বিভিন্ন শহরে বাজার খোলার পরেই ওঠানামা করছে। দীপাবলি ও ছটপূজার পর থেকে টানা পতন দেখা যাচ্ছে সোনার দামে। বর্তমানে দিল্লিতে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম  ১,২৩,১৪০ টাকা। গত এক সপ্তাহে ২৪ ক্যারেট সোনা কমেছে ২,৬২০ টাকা এবং ২২ ক্যারেট সোনা কমেছে ২,৪০০ টাকা।

Advertisment

আরও পড়ুন-ভারতের মহাকাশ দক্ষতায় অবাক বিশ্ব, মহাকাশেরে বুক চিড়ে নয়া রেকর্ড ইসরোর

দিল্লি: রাজধানীতে ২৪ ক্যারেট সোনার  প্রতি ১০ গ্রামের দাম  ১,২৩,১৪০ টাকা এবং ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দর ১,১২,৮৯০।

মুম্বই: এখানে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দর ১,১২,৭৪০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,২২,৯৯০ টাকা।  

চেন্নাই: চেন্নাইয়েও ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম  ১,১২,৭৪০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,২২,৯৯০ টাকা।  

কলকাতা: শহর কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,১২,৭৪০ টাকা  এবং ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,২২,৯৯০টাকা। 

পুণে: পুণেতে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামের দাম ১,২২,৯৯০ টাকা এবং ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামের দাম ১,১২,৭৪০ টাকা।  

বেঙ্গালুরু: বেঙ্গালুরুতেও ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,২২,৯৯০টাকা এবং ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,১২,৭৪০ টাকা ।

হায়দরাবাদ: হায়দরাবাদে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,২২,৯৯০ টাকা  এবং ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,১২,৭৪০ টাকা ।

জয়পুর: জয়পুরে ২৪ ক্যারেট সোনার  প্রতি ১০ গ্রামের দাম ১,২৩,১৪০টাকা  এবং ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,১২,৮৯০ টাকা।  

ভোপাল: ভোপালে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামের দাম ১,২২,৯৯০ টাকা এবং ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,১২,৭৯০টাকা।

অন্যদিকে, রুপোর বাজারেও দেখা যাচ্ছে ধারাবাহিক পতন। নভেম্বরের ৩ তারিখ সকালে রুপোর দাম প্রতি কিলোগ্রামে ১,৫১,৯০০ টাকা। গত এক সপ্তাহে রুপোর দাম কমেছে ৩,০০০টাকা।

আরও পড়ুন-ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিল, স্বজন হারানোর কান্না, আর্তনাদ, হাসপাতালে স্তূপাকৃতি দেহ

Gold Price Today Gold Prices