Advertisment

অভিনব! সোনা পাচারের এমন কায়দা জানলে চোখ কপালে উঠতে বাধ্য!

শুল্ক দফতরের কর্মীদের ফাঁকি দিতে 'মাস্টারপ্ল্যান' পাচারকারীর। তারপর?

author-image
IE Bangla Web Desk
New Update
Gold smuggler arrested at Kolkata airport

কলকাতা বিমানবন্দর থেকে সোনা পাচারের চেষ্টা।

অভিনব বললেও কম বলা হবে! জামার ভিতরে সোনার পেস্ট বানিয়ে পাচারের চেষ্টা। কলকাতা বিমানবন্দর থেকে এক যাত্রীকে আটক করেছেন শুল্ক দফতরের আধিকারিকরা। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রী ব্যাঙ্কক থেকে কলকাতায় ফিরেছেন। বিমানবন্দরে নামতেই তাঁকে আটক করা হয়।

Advertisment

কলকাতা বিমানবন্দর থেকে সোনা পাচারের চেষ্টা নতুন নয়। মাঝেমধ্যেই লাগেজ, জামা-প্যান্টের ভিতরে সোনা পাচারের চেষ্টা চলে। এছাড়াও জুতোর সেলের মধ্যে লুকিয়েও এর আগে সোনা পাচারের চেষ্টার খবর প্রকাশ্যে এসেছে। বিমানবন্দর থেকে এভাবে সোনা বা মূল্যবান সামগ্রীর পাচার রুখতে তৎপরতা বহু গুণে বাড়িয়েছে শুল্ক দফতর। একাধিক জায়গায় বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। এছাড়াও আধুনিক নানা প্রযুক্তির ব্যবহারেও এই অপরাধ রুখতে তৎপরতা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন- ‘ডায়নামিক ইয়ুথ আইকন রাহুল’, ফের প্রশংসায় ভরিয়ে বিহারীবাবুর ইঙ্গিতটা ঠিক কী?

এবার কলকাতা বিমনবন্দরে অভিনব কায়দায় সোনা পাচারের চেষ্টা করেও শেষ রক্ষা হল না। শুল্ক দফতরের কর্মীদের পাতা ফাঁদে ধরা পড়ে গেলে অভিযুক্ত যাত্রী। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কক থেকে এক যাত্রী জামার ভিতরে সোনার পেস্ট বানিয়ে আনছেন সেই খবর গোপন সূত্র মারফত আগেই পেয়ে যান কলকাতা বিমানবন্দরে থাকা শুল্ক দফতরের আধিকারিকরা। সেই মতো ওই যাত্রীকে ধরতে যাবতীয় তোড়জোড় আগেই সেরে ফেলেছিলেন শুল্ক দফতরের কর্মীরা।

আরও পড়ুন- ‘এবার মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর পালা আসছে’, বিরাট ইঙ্গিতে বাংলা কাঁপালেন সুকান্ত

ওই যাত্রী বিমানবন্দরে নামতেই তাকে আটক করা হয়। তল্লাশিতে তাঁর জামার ভিতরে পেস্টের আকারে লুকিয়ে রাখা সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, ওই যাত্রীর জামার ভিতরে ৩৪৬ গ্রামের সোনার পেস্ট বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা ওই সোনার বাজারদর ২০ লক্ষ টাকারও বেশি বলে জানা গিয়েছে। ধৃত ব্যক্তিকে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই সোনা তিনি কোথায় বা কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বা এর পিছনে আর কাদের যোগ রয়েছে সবটাই জানার চেষ্টা চলছে।

Kolkata Airport Gold Arrested
Advertisment